শাকিবের জন্য অপুর সিনেমা পিছিয়ে গেল

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: ফেসবুক
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: ফেসবুক

শাকিব খানের সিনেমা নির্ধারিত সময়ে মুক্তি পেলেই এক সপ্তাহ পিছিয়ে যাবে অপু বিশ্বাসের সিনেমা। প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’–এর পরিচালক দেবাশীষ বিশ্বাস। গতকাল রোববার বিকেলে এই পরিচালক বলেন, ‘এটা তো মানতেই হবে, শাকিব খান বাংলা চলচ্চিত্রের একমাত্র সুপারস্টার। তাঁকে সমীহের থেকে সম্মান দেখানো বেশি গুরুত্বপূর্ণ। তাই আমার ছবি মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি।’

শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি ৬ মার্চ মুক্তির কথা রয়েছে। এদিকে ১৩ মার্চ ও ২০ মার্চ দুদিনই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি মুক্তির তারিখ নিবন্ধন করা আছে। পরিচালক দেবাশীষ বিশ্বাসের মতে, ‘শাকিবের ছবি ৬ তারিখে মুক্তি পেলে আমরা ২০ তারিখ আসছি এটা নিশ্চিত। অন্যদিকে শাকিবের সিনেমা ৬ তারিখে না এলে আমরা ১৩ তারিখে অপু ও বাপ্পী অভিনীত ছবিটি মুক্তি দেব।’

শামীম আহমেদ পরিচালিত শাহেনশাহ ছবিটি এর আগে কয়েকবার মুক্তির দিন–তারিখ বদল হয়েছে। অনেকের মতে, এবারও বদলে যেতে পারে। বিষয়টি নিয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এবার আর কথার কোনো নড়চড় হবে না। আমার প্রতিষ্ঠান প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারও চলছে। প্রযোজক সমিতির মৌখিক অনুমতিও মিলেছে। পোস্টার লাগানোও হয়েছে। সে হিসাবে এটা বলতেই পারেন, আমরা আর সরছি না।’

‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। আর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। এই ছবির মধ্য দিয়ে তাঁরা দুজন প্রথমবারের মতো পর্দায় জুটি হলেন।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘“শাহেনশাহ” ছবিটি শাকিব খান অভিনীত। ছবির রেজাল্ট ভালো হোক আর খারাপ হোক, কমপক্ষে এই ছবি দুই সপ্তাহ প্রেক্ষাগৃহে চলবেই। দীর্ঘ অভিজ্ঞতায় বলতে পারি, শাকিব খানের ছবি এক সপ্তাহে হল থেকে নামান না হলের মলিকেরা। শাকিব খানের ছবি মুক্তি পেলেই একটা দর্শকশ্রেণি থাকেই। তবে আমি মনে করি, আমার ছবি চলবে আমার ছবির গল্পের জোরে।’

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ছবি ‘পাঙ্কু জামাই’। এই ছবিতে অপু অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ‘শর্টকাট’ নামের তাঁর আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।