বাড়তে পারে 'রবিবার' ছবির দর্শক

রবিবার ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান।  ছবি: সংগৃহীত
রবিবার ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: সংগৃহীত

তিন দিন ধরে দেশের প্রেক্ষাগৃহে চলছে জয়া আহসান অভিনীত রবিবার। অতনু ঘোষ পরিচালিত এ ছবিতে বাংলাদেশের জয়ার বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় প্রসেনজিৎ। গেল বছরের ডিসেম্বরে ভারতে ছবিটি মুক্তি পেলেও বাংলাদেশের মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় ২১ ফেব্রুয়ারি। পরের সপ্তাহে দেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

ঢাকার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বসুন্ধরা সিটি, মহাখালী ও জিগাতলার সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে চলছে রবিবার ছবিটি। গতকাল সন্ধ্যা পর্যন্ত ছবিটি সম্পর্কে দর্শকের আগ্রহ ও ব্যবসায়িক দিকটি কেমন ছিল জানতে চাইলে প্রতিষ্ঠানটির পক্ষে মেসবাহ উদ্দিন বলেন, ‘ঢাকার তিনটি এলাকায় আমাদের প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি মোটামুটি। তবে আমরা আরও বেশি আশাবাদী। বুঝতে পারছি, আগামী সপ্তাহে ছবিটি দেখতে আরও বেশি দর্শক আসবেন। একটি মানসম্পন্ন ছবি। যেসব দর্শক এসেছেন, তাঁদের কেউই পুরো ছবি দেখা শেষ না করে প্রেক্ষাগৃহ থেকে বের হননি। এটা ভীষণ আশাবাদের কথা।’ কথা প্রসঙ্গে মেসবাহ আরও বলেন, ‘জয়া আহসানের একটা দর্শকশ্রেণি তৈরি আছে। এই ছবিতে তাঁর সঙ্গে যুক্ত আছেন প্রসেনজিৎও। সে হিসেবে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়াতে আরও বেশি প্রচারণা দরকার ছিল। কলকাতায় ছবিটির হুলুস্থুল প্রচারণা চোখে পড়েছে। ছবিটি যাঁরা বাংলাদেশে আমদানি করেছেন, তাঁদের এদিকে নজর দেওয়া উচিত ছিল।’

এদিকে আমদানি প্রতিষ্ঠানের পক্ষে অনন্য মামুন বলেন, ‘ব্যবসায়িক দিক থেকে আমি মোটামুটি সন্তুষ্ট। আমাদের সিনেমার বর্তমান বাজার অনুযায়ী রবিবার ভালো ব্যবসা করেছে।’
‘কলকাতায় যখন রবিবার মুক্তি পেয়েছিল, তার কিছুদিন পর ঢাকায় মুক্তির কথা ছিল রবিবার। তখন ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বারবার দিন–তারিখ বদল হওয়ায় আমাদের এখানে একটু সমস্যা হয়েছে। তা ছাড়া ছবি মুক্তির আগে প্রচারণা কম হওয়ায় ছবিটি সম্পর্কে অনেকে জানতেও পারেনি। এরপরও সন্তোষজনক।’ বলছিলেন শ্যামলী প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক আহসান উল্লাহ।