জীবন পাল্টে দেওয়া ছবি

আজমেরী হক বাঁধন ছবি: সংগৃহীত
আজমেরী হক বাঁধন ছবি: সংগৃহীত

কড়া নির্দেশ ছিল, কিছুই বলা যাবে না। তাই সিনেমাটি সম্পর্কে বেশি কিছু বললেন না অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। কেবল জানালেন জীবন পাল্টে দেওয়া চলচ্চিত্রযাপনের কথা। ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, লাইভ ফ্রম ঢাকা দিয়ে নিজেকে চিনিয়েছেন যিনি।

বাঁধন বলেন, ‘দেড় বছর আগে যখন ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছিল, প্রথম শর্ত ছিল, কোনোভাবে যেন ছবির ব্যাপারে কিছু না জানাই। আমি পরিচালকের নির্দেশনা মেনে চলেছি। পুরো এক বছর ছবির কাজ করেছি। এটা আমার জীবনের একটা শিক্ষা। চলচ্চিত্র নিয়ে আমি অনেক কিছুই শিখেছি। আমার চরিত্রটি তৈরিতে সাদ যেভাবে পরিশ্রম করেছে, তা বলার অপেক্ষা রাখে না। তাদের চাওয়া ছিল, ছবির ট্রেলার, কিংবা টিজার মুক্তির পর যেন সবাই জানে।’

ছবিটি বাঁধনের জীবন বদলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ছবিতে কাজ করে আমার পুরো লাইফস্টাইল বদলে গেছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার আমাকে নতুন করে জন্ম দিয়েছিল। আর এই ছবিটি মুক্তির পর আমার আরেকবার জন্ম হবে।’

ছবির নাম বলেননি বাঁধন। তবে জানালেন, এটি নারীপ্রধান একটি চলচ্চিত্র। ছবিতে নারীর শক্তি ও ক্ষমতাকে ইতিবাচকভাবে তুলে ধরা হবে। ছবির শুটিং শেষ। বাঁধনের অভিনয়ের ব্যাপারে জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ সাদ বলেন, ‘এই মুহূর্তে আমার প্রকল্প নিয়ে কথা বলতে চাচ্ছি না। যখন পুরোপুরি তৈরি হবে, তখন ছবিটি সম্পর্কে জানাতে পারব।’
বাঁধন জানান, গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে ছবির শুটিং শেষ করেছেন তিনি। টানা দুই মাস শুটিং করতে তিনি ঢাকার বাইরে ছিলেন। শুটিং শুরুর আগে ছয় মাস মহড়া করেছেন।