শিল্পী তালিকা নিয়ে যা বললেন শ্যাম বেনেগাল

শ্যাম বেনেগাল।
শ্যাম বেনেগাল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিতব্য জীবনী চিত্রের অভিনয়শিল্পীদের একটি তালিকা সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।

শ্যাম বেনেগাল বলেন, ‘আমি যে তালিকা ঘোষণা করেছি, সেটা প্রাথমিক পর্যায়ের। কাস্টিং নিয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এই তালিকায় অনেক রদবদল হওয়ার সম্ভাবনা আছে। অধিকাংশ অভিনেতা বাংলাদেশ থেকেই নেব। কারণ আমি আগেই বলেছি যে, এই ছবিটা মূলত বাংলাতেই হবে। তাই ভালো বাংলা বলতে পারেন—এমন অভিনেতা ছাড়া আমি নেব না। বাংলাদেশের অভিনেতা নেওয়ার আরেকটি কারণ, ছবিটি যেহেতু বঙ্গবন্ধুর জীবনের ওপর, তাই একজন বাংলাদেশি অভিনেতা নিজেকে এই ছবির সঙ্গে অনেক বেশি সংযোগ করতে পারবেন। তবে আমি অনেক যত্নের সঙ্গে ছবিটি বানাতে যাচ্ছি।’

শ্যাম বেনেগালের ভাষ্যে আরও উঠে এসেছে ছবির সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগের কথা। তাই অভিনয়শিল্পী নির্বাচিত হবে সবার মিলিত সিদ্ধান্তে। এই সিনেমায় অমিতাভ বচ্চনকে নেওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, এ রকম কোনো সম্ভাবনা নেই। আমি বারবার বলছি, আমার ছবির অভিনেতাকে অবশ্যই ভালো বাংলা জানতে হবে।’
বলিউডের কোনো বাঙালি অভিনেতার এই ছবিতে অভিনয়ের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে পরিচালক বলেন, ‘এ ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত হয়নি। আমি আগেই বলেছি, ঢাকা থেকে অভিনেতা নেওয়ার ব্যাপারেই আমি বেশি জোর দিচ্ছি। একজন ভারতীয় অভিনেতা এই ছবির সঙ্গে খুব একটা সংযোগ গড়ে তুলতে পারবেন না। একজন বাংলাদেশি অভিনেতার হৃদয়ের সঙ্গে সংযোগ করবে ছবিটি। কারণ বঙ্গবন্ধু তাঁদের জাতির জনক।’
ছবির শুটিং প্রসঙ্গে শ্যাম বেনেগাল জানান, ১৮ মার্চের আগে-পরে শুটিং শুরু হবে। তখন একটি ছোট্ট অংশের শুটিং হবে। বড় পর্যায়ে শুটিং শুরু হবে আরও পরে। ছবির ৯০ শতাংশের বেশি শুটিং বাংলাদেশেই হবে।