নারী দিবসে তাঁরা যা বললেন

>

বছর ঘুরে আবার এসেছে ৮ মার্চ, বিশ্ব নারী দিবস। এই দিনটাকে উদ্‌যাপন করতে বিশ্বের নারী তারকারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভক্তদের সঙ্গে উদ্‌যাপন করছেন নারীত্ব। সে রকমই কিছু ছবি আর বার্তা নিয়ে এই আয়োজন।

১ / ১১
মালাইকা আরোরা এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিবাহিত নারীরাই সবচেয়ে সুখী নয়। সবচেয়ে সুখী নয় একা নারীরাও। সেই নারীই সবচেয়ে সুখী, যে নিজের ইচ্ছেমতো বাঁচে আর নিজেকে সময় করে ভালোবাসে। সেই নারীরা, যাঁরা স্বেচ্ছায় তাঁদের অতীতকে পেছনে ফেলে সামনে হাঁটতে পারছেন আর আত্মসম্মানের দাম হাঁকিয়েছেন আকাশছোঁয়া, যেখানে পৌঁছানো যায় না। আর বুঝেছেন, সুখ একান্ত নিজের ব্যাপার। দায়িত্ব পালনের ভেতর দিয়ে সুখী হওয়া যায়। তাঁরা সুখী, কারণ, তাঁরা ছায়াকে পেরিয়ে নিজেকে আলোকিত করতে পেরেছেন। সুখী হওয়ার জন্য তাঁদের কারও বৈধতার প্রয়োজন নেই। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।’
মালাইকা আরোরা এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিবাহিত নারীরাই সবচেয়ে সুখী নয়। সবচেয়ে সুখী নয় একা নারীরাও। সেই নারীই সবচেয়ে সুখী, যে নিজের ইচ্ছেমতো বাঁচে আর নিজেকে সময় করে ভালোবাসে। সেই নারীরা, যাঁরা স্বেচ্ছায় তাঁদের অতীতকে পেছনে ফেলে সামনে হাঁটতে পারছেন আর আত্মসম্মানের দাম হাঁকিয়েছেন আকাশছোঁয়া, যেখানে পৌঁছানো যায় না। আর বুঝেছেন, সুখ একান্ত নিজের ব্যাপার। দায়িত্ব পালনের ভেতর দিয়ে সুখী হওয়া যায়। তাঁরা সুখী, কারণ, তাঁরা ছায়াকে পেরিয়ে নিজেকে আলোকিত করতে পেরেছেন। সুখী হওয়ার জন্য তাঁদের কারও বৈধতার প্রয়োজন নেই। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।’
২ / ১১
নুসরাত ফারিয়া নারী দিবস উদ্‌যাপন করতে লিখেছেন, ‘সে প্রমাণ করেছে যে নরকের ভেতর দিয়ে হেঁটেও অপ্সরী থাকা যায়। এ বছর নারীত্বকে পূর্ণ অনুভবের বছর।’
নুসরাত ফারিয়া নারী দিবস উদ্‌যাপন করতে লিখেছেন, ‘সে প্রমাণ করেছে যে নরকের ভেতর দিয়ে হেঁটেও অপ্সরী থাকা যায়। এ বছর নারীত্বকে পূর্ণ অনুভবের বছর।’
৩ / ১১
পূর্ণিমা জানিয়েছেন, ‘নারী, তোমার এত ক্ষমতা যে এক হাসিতেই পৃথিবী সুন্দর হয়ে যায়।’
পূর্ণিমা জানিয়েছেন, ‘নারী, তোমার এত ক্ষমতা যে এক হাসিতেই পৃথিবী সুন্দর হয়ে যায়।’
৪ / ১১
লাক্স তারকা মীম মানতাসা লিখেছেন, ‘আমি নির্ভীক, তাই আমি সুন্দর।’
লাক্স তারকা মীম মানতাসা লিখেছেন, ‘আমি নির্ভীক, তাই আমি সুন্দর।’
৫ / ১১
শিল্পা শেঠি লিখেছেন, ‘আমরা সবার মাঝখানে “=” (সমান চিহ্ন) এটি চাই। আমরা চাই, কোনো জীবন গর্ভে ফুরিয়ে যাবে না। ভাইদের মতোই আমরা লেখাপড়া করব। ঘরে, বাইরে, সবখানে আমরা নিরাপদে থাকব। আমাদের ইচ্ছা, লক্ষ্য, স্বপ্ন গুরুত্ব পাবে। আমরা সমান সুযোগ পাব। সম্মান আর অর্থও সমান হবে। আসুন, আমরা নিজে বদলে যাই, বদলে দিই। নারী দিবসের শুভেচ্ছা, আজ, প্রতিদিন...।’
শিল্পা শেঠি লিখেছেন, ‘আমরা সবার মাঝখানে “=” (সমান চিহ্ন) এটি চাই। আমরা চাই, কোনো জীবন গর্ভে ফুরিয়ে যাবে না। ভাইদের মতোই আমরা লেখাপড়া করব। ঘরে, বাইরে, সবখানে আমরা নিরাপদে থাকব। আমাদের ইচ্ছা, লক্ষ্য, স্বপ্ন গুরুত্ব পাবে। আমরা সমান সুযোগ পাব। সম্মান আর অর্থও সমান হবে। আসুন, আমরা নিজে বদলে যাই, বদলে দিই। নারী দিবসের শুভেচ্ছা, আজ, প্রতিদিন...।’
৬ / ১১
রাধিকা আপ্তে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের মানে প্রতিনিয়ত সমতা রক্ষা করা। সহযোগিতার মাধ্যমে স্বপ্নকে ঘটিয়ে ফেলা। ঘুম, ব্যায়াম, পরিশ্রম, স্বপ্ন দেখা, ঘোরাঘুরি, ভালো বই, বন্ধু আর পরিবার—এই তো আমি। প্রতিনিয়ত আরও ভালো, যোগ্য মানুষ হয়ে ওঠার লড়াই চলবে। সাহসী, নির্ভীক আর অনুপ্রেরণাদায়ী নারীদের জানাই নারী দিবসের শুভেচ্ছা।’
রাধিকা আপ্তে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের মানে প্রতিনিয়ত সমতা রক্ষা করা। সহযোগিতার মাধ্যমে স্বপ্নকে ঘটিয়ে ফেলা। ঘুম, ব্যায়াম, পরিশ্রম, স্বপ্ন দেখা, ঘোরাঘুরি, ভালো বই, বন্ধু আর পরিবার—এই তো আমি। প্রতিনিয়ত আরও ভালো, যোগ্য মানুষ হয়ে ওঠার লড়াই চলবে। সাহসী, নির্ভীক আর অনুপ্রেরণাদায়ী নারীদের জানাই নারী দিবসের শুভেচ্ছা।’
৭ / ১১
ক্যাটরিনা কাইফ নারীদের যে বার্তা দিলেন: ‘আমি নারী, আমিই সব।’
ক্যাটরিনা কাইফ নারীদের যে বার্তা দিলেন: ‘আমি নারী, আমিই সব।’
৮ / ১১
মৌসুমী হামিদ লিখেছেন, ‘টাইটানিক’ সিনেমার শেষের দিকে বৃদ্ধ রোজের একটা ডায়লগ তাঁর খুব ভালো লাগে, ‘নারীর হৃদয় গভীর সমুদ্রের মতোই রহস্যাবৃত।’ তিনি জানিয়েছেন, ‘এই বাক্যে নারী গোপন কথা গোপন রাখতে পারে, সেটা বোঝানো হয়নি। বোঝানো হয়েছে নারীর সহনশীলতা। আর সে জন্যই আমরা নারী, আমরা বিশেষ।’
মৌসুমী হামিদ লিখেছেন, ‘টাইটানিক’ সিনেমার শেষের দিকে বৃদ্ধ রোজের একটা ডায়লগ তাঁর খুব ভালো লাগে, ‘নারীর হৃদয় গভীর সমুদ্রের মতোই রহস্যাবৃত।’ তিনি জানিয়েছেন, ‘এই বাক্যে নারী গোপন কথা গোপন রাখতে পারে, সেটা বোঝানো হয়নি। বোঝানো হয়েছে নারীর সহনশীলতা। আর সে জন্যই আমরা নারী, আমরা বিশেষ।’
৯ / ১১
তাপসী পান্নু ‘থাপ্পড়’ সিনেমার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা পরিবর্তনের জন্য কাজ করছি। কাজ করব। আপনিও অংশ নিন পরিবর্তনের এই যাত্রায়।’
তাপসী পান্নু ‘থাপ্পড়’ সিনেমার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা পরিবর্তনের জন্য কাজ করছি। কাজ করব। আপনিও অংশ নিন পরিবর্তনের এই যাত্রায়।’
১০ / ১১
লেখক ও বলিউড তারকা টুইঙ্কেল খান্না লিখেছেন, ‘কঠিনকে আঁকড়ে ধরুন। কিছুই ফ্রি নয়। এমনকি স্বাধীনতার জন্যও খরচা আছে। আপনার জীবন আপনার স্বাধীনতার জন্য ব্যয় করুন। সাহসী আর শক্তিশালী হোন।’
লেখক ও বলিউড তারকা টুইঙ্কেল খান্না লিখেছেন, ‘কঠিনকে আঁকড়ে ধরুন। কিছুই ফ্রি নয়। এমনকি স্বাধীনতার জন্যও খরচা আছে। আপনার জীবন আপনার স্বাধীনতার জন্য ব্যয় করুন। সাহসী আর শক্তিশালী হোন।’
১১ / ১১
বিপাশা বসু লিখেছেন, ‘নারী শক্তিশালী হয়ে জন্মায় না। জীবনের চ্যালেঞ্জ তাঁকে সব দিক থেকে শক্তিশালী করে তোলে। এই কৃতিত্ব একান্তই তাঁর, আমাদের। আমরা মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা রেখে সামনে এগিয়ে যাই। ঝোড়ো হাওয়া আমাদের টলাতে পারে না। আমরা যোদ্ধা, আমরা বিজয়ী।’
বিপাশা বসু লিখেছেন, ‘নারী শক্তিশালী হয়ে জন্মায় না। জীবনের চ্যালেঞ্জ তাঁকে সব দিক থেকে শক্তিশালী করে তোলে। এই কৃতিত্ব একান্তই তাঁর, আমাদের। আমরা মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা রেখে সামনে এগিয়ে যাই। ঝোড়ো হাওয়া আমাদের টলাতে পারে না। আমরা যোদ্ধা, আমরা বিজয়ী।’