কেন মুম্বাই গিয়েছিলেন শুভ

আরিফিন শুভ। ছবি: ফেসবুক
আরিফিন শুভ। ছবি: ফেসবুক

বঙ্গবন্ধুর জীবনীচিত্রে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ। সিনেমাটির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জন অভিনয়শিল্পীর নামের একটি তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। সেখানেই রয়েছে আরিফিন শুভর নামটি। তবু এ চরিত্র নিয়ে কোনো কথাই বলছেন না শুভ। আজ শনিবার দুপুরে প্রথম আলোকে আরিফিন শুভ বললেন, কথা হবে শুধু ‘মিশন এক্সট্রিম’ নিয়ে। কিন্তু মুম্বাই গিয়েছিলেন কেন শুভ?

মুম্বাই থেকে গতকাল ঢাকায় ফিরেছেন আরিফিন শুভ। তার আগে দুবাইতে গিয়েছিলেন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জীবনীচিত্রের চূড়ান্ত লুক টেস্টের কাজে আরিফিন শুভ গিয়েছিলেন মুম্বাই। তবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাইছেন না তিনি।

গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয় আরিফিন শুভ অভিনীত ছবি ‘মিশন এক্সট্রিম’-এর টিজার। ছবির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ টিজারে শুভর মারকুটে চেহারা নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে শুভর প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। যাঁকে নিয়ে এত কথা, সেই শুভ কী বলছেন? ‘বলতে গেলে দর্শক এখনো আসলে কিছুই দেখেননি। টিজারের চেয়ে ৯০ ভাগ বেশি ভালো হয়েছে ছবিটি।’

মিশন এক্সট্রিম ছবির পোস্টার। ছবি: সংগৃহীত
মিশন এক্সট্রিম ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’। সে হিসেবে এখনো দুই মাস অপেক্ষা করতে হবে। আরিফিন শুভ বলেন, ‘এই দুই মাস আপাতত এই ছবিটি নিয়েই থাকতে চাই। টিজার দেখার পর সবার মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, তা আমাকে আপ্লুত করেছে। তাদের এও বলতে চাই, আপনারা টিজারে পুরো ছবির মাত্র ১০ ভাগ সম্পর্কে ধারণা পেয়েছেন। এটা আমাদের পরিকল্পনারই অংশ। ট্রেলারের ক্ষেত্রেও আমরা একই কৌশলে এগোব। দর্শকের পুরো আগ্রহটা জিইয়ে রাখতে চাই প্রেক্ষাগৃহে যাওয়া পর্যন্ত। সবাই যেভাবে চমক দেখায়, আমরা সেভাবে যেতে চাইছি না। বলতে পারেন, উল্টো পথে হাঁটছি। আমরা চাইছি, ফাইনাল খেলাটা দর্শক প্রেক্ষাগৃহে গিয়েই দেখুক।’

আরিফিন শুভ। ছবি: ফেসবুক
আরিফিন শুভ। ছবি: ফেসবুক

টিজারে দেখা গেছে বুড়িগঙ্গা নদী। লঞ্চের ডেকে অপরাধীর পেছনে শুভর ধাওয়া, বেশ কিছু অভিযানের ঝলক এবং দুর্দান্ত অ্যাকশন। এ ছাড়া ছিল মিশা সওদাগরের রহস্যময় উপস্থিতি ও দুবাইয়ের কিছু দৃশ্য। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি প্রশংসা কুড়িয়েছে। ‘মিশন এক্সট্রিম’ ছবির অন্য চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, দীপু ইমাম প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানি সানোয়ার। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ।

আরিফিন শুভ। ছবি: ফেসবুক
আরিফিন শুভ। ছবি: ফেসবুক

বঙ্গবন্ধু জীবনীচিত্র নিয়ে কিছু না বলতে চাইলেও শুভ এটুকুই বলেন, ‘আশা ছিল ১৭ মার্চ সবার সামনে আনুষ্ঠানিকভাবে পরিচিত হওয়ার। কিন্তু করোনা ভাইরাসের কারণে সবকিছু পিছিয়ে গেছে। এখন সবকিছু নতুন করে আবার শিডিউল করা হচ্ছে।’