আমিরকে যে দশ ছবি করেছে আমির

‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে জুহি চাওলা ও আমির খান। ছবি: সংগৃহীত
‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে জুহি চাওলা ও আমির খান। ছবি: সংগৃহীত

আজ ৫৫ বছরে পা রেখেছেন বলিউডের সুপার স্টার আমির খান। এই সময়ে তাঁর অভিনয় করা সিনেমার সংখ্যা ৫৯টি। এক একটি সিনেমায় বিচিত্র সব চরিত্রের মধ্য দিয়ে নিজেকে বারবার বদলে দর্শক ও ভক্তদের সামনে এনেছেন তিনি। বলিউডের ছবিতে হিট মানে আমির, আমির মানেই হিট। এমনকি বলিউডের যে শতকোটির ক্লাব, বলা চলে সেটি তিনিই গড়েছেন। সিনেমা ব্যবসা করে এক শ, দু শ বা তিন শ কোটি টাকা আয় করার তেলেসমাতির সূচনা হয়েছিল আমিরের ছবিগুলোর মাধ্যমেই। মেধা ও মনন দিয়ে গত ৩২ বছর তিনি রীতিমতো বলিউড শাসন করেছেন। বলিউডের এই তারকার জন্মদিনে দেখে নেওয়া যাক সেই দশটি ছবি, যেগুলো তাঁকে আমির করেছে।

‘কেয়ামত সে কেয়ামত তক’ (১৯৮৮)
রোমান্টিক এ সিনেমাটি পরিচালনা করেছিলেন মনসুর খান। প্রযোজক ছিলেন আমিরের বাবা নাসির হোসেন। এ ছবিতে আমির খানের নায়িকা ছিলেন জুহি চাওলা। ছবিটি মুক্তি পায় ১৯৮৮ সালের ২৯ এপ্রিল। বিপুল জনপ্রিয়তা পায় ছবিটি, পাশাপাশি পায় চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা। এ ছবির গল্পটি নিয়েই ১৯৯৩ সালে বাংলাদেশে নির্মিত হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি।

‘রঙ্গিলা’ ছবিতে ঊর্মিলা মাতণ্ডকর ও আমির খান। ছবি: সংগৃহীত
‘রঙ্গিলা’ ছবিতে ঊর্মিলা মাতণ্ডকর ও আমির খান। ছবি: সংগৃহীত

‘রঙ্গিলা’ (১৯৯৫)
পরিচালক রাম গোপাল ভার্মার সুপার হিট ছবি ‘রঙ্গিলা’। এতে আমিরের নায়িকা ছিলেন ঊর্মিলা মাতণ্ডকর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড তারকা জ্যাকি শ্রফ। আর এ ছবির মধ্য দিয়েই বলিউডে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন খ্যাতিমান সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমান। অনেকগুলো পুরস্কার জিতে নেয় ছবিটি।

‘লাগান’ ছবিতে আমির ও তাঁর সহশিল্পীরা। ছবি: সংগৃহীত
‘লাগান’ ছবিতে আমির ও তাঁর সহশিল্পীরা। ছবি: সংগৃহীত

‘লাগান’ (২০০১)
বৃষ্টি হয়নি বলে সে বছর খাজনা দিতে পারেনি ব্রিটিশ ভারতের চম্পারণ গ্রামের মানুষ। খাজনা মওকুফের অনুরোধ জানালে ব্রিটিশ কর্মকর্তা তাদের ক্রিকেট খেলতে বলে। শর্ত জুড়ে দেয়, খেলায় জিতলে খাজনা মাফ, হারলে দিতে হবে খাজনার তিনগুণ। ক্রিকেটে অনভিজ্ঞ গ্রামবাসী প্রথমে খেলতে ভয় পেলেও রাজি হয় ভুবন। আশুতোষ গোয়াড়িকর পরিচালিত এ ছবি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল আমিরকে। ভুবনের হার না মানা জেদ এক অন্য উচ্চতা পেয়েছিল আমিরের অসাধারণ অভিনয়ে।

‘দিল চাহতা হ্যায়’ ছবিতে অক্ষয় খান্না, সাইফ আলি খান ও আমির খান। ছবি: সংগৃহীত
‘দিল চাহতা হ্যায়’ ছবিতে অক্ষয় খান্না, সাইফ আলি খান ও আমির খান। ছবি: সংগৃহীত

‘দিল চাহতা হ্যায়’ (২০০১)
ফারহান আখতার পরিচালিত এ ছবিটি বলিউডে এক নতুন যুগের সূচনা করেছিল। বন্ধুত্ব এবং জীবনকে দেখানো হয়েছিল অন্য রকম এক গল্পের মোড়কে। এ ছবিতে আমিরের সহশিল্পী হিসেবে ছিলেন সাইফ আলি খান ও অক্ষয় খান্না।

‘রং দে বাসন্তি’ ছবিতে আমির ও তাঁর সহশিল্পীরা। ছবি: সংগৃহীত
‘রং দে বাসন্তি’ ছবিতে আমির ও তাঁর সহশিল্পীরা। ছবি: সংগৃহীত

‘রং দে বাসন্তি’ (২০০৬)
হাসি ঠাট্টায় দিন কাটানো একদল বন্ধুর জীবন কীভাবে রাতারাতি বদলে যায় এবং জুড়ে যায় স্বাধীনতা সংগ্রামের দিনগুলির সঙ্গে। এ ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, তরুণেরা চাইলে কী না পারে।

‘তারে জমিন পর’ ছবিতে দরশিল সাফারি ও আমির খান। ছবি: সংগৃহীত
‘তারে জমিন পর’ ছবিতে দরশিল সাফারি ও আমির খান। ছবি: সংগৃহীত

‘তারে জমিন পর’ (২০০৭)
ডিসলেক্সিয়ার মতো রোগ নিয়ে এত চমৎকার একটি সিনেমা হতে পারে, তা প্রমাণ করে দিয়েছিলেন আমির খান। এই ছবির বাড়তি পাওনা ছিল ছোট্ট ঈশান আওয়াস্থির চরিত্রে দরশিল সাফারি। এই ছবিটি ছিল বলিউডের এক নতুন মাইলফলক।

‘গাজিনি’ ছবিতে আমির খান। ছবি: সংগৃহীত
‘গাজিনি’ ছবিতে আমির খান। ছবি: সংগৃহীত

‘গাজিনি’ (২০০৮)
আমির খান অভিনীত এ ছবিতে অভিনয় করেছিলেন এ আর মুরুগাদোস। প্রেম ও অ্যাকশন থ্রিলার ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আমির খানের বিপরীতে এ ছবিতে অভিষেক হয়েছিল অসিনের। এ ছবিতে অভিনয়ের জন্য অসিন পেয়েছিলেন ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার।

‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমির খান ও তাঁর সহশিল্পীরা। ছবি: সংগৃহীত
‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমির খান ও তাঁর সহশিল্পীরা। ছবি: সংগৃহীত

‘থ্রি ইডিয়টস’ (২০০৯)
চেতন ভগতের বই ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’-এর ওপর ভিত্তি করে লেখা এই ছবিতে রাঞ্চো বদলে দিয়েছিল অনেক চলতি ধারণা। প্রশ্ন করেছিল সামাজিক অনেক নিয়ম কানুনকে। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, মাধবন এবং শরমন যোশি প্রমুখ।

‘পিকে’ ছবিতে আমির খান। ছবি: সংগৃহীত
‘পিকে’ ছবিতে আমির খান। ছবি: সংগৃহীত

‘পিকে’ (২০১৪)
ধর্মকে যারা নিজের স্বার্থে ব্যবহার করে, পিকে তাদের গালে দিয়েছিল কড়া থাপ্পড়। রাজকুমার হিরানি পরিচালিত এ ছবিতে অভিনয় করে নতুন করে সাড়া ফেলে দেন আমির। ভিনগ্রহবাসীর চরিত্রে এমন সাবলীল ও বিশ্বাসযোগ্য অভিনয় করা যায় তা যেন আমির ছাড়া সম্ভবই হতো না।

‘দঙ্গল’ ছবিতে আমির ও তাঁর সহশিল্পীরা। ছবি: সংগৃহীত
‘দঙ্গল’ ছবিতে আমির ও তাঁর সহশিল্পীরা। ছবি: সংগৃহীত

‘দঙ্গল’ (২০১৬)
এ ছবিতে মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। তাঁর দুই মেয়ে গীতা ফোগাত ও ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা। ছবিটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। ‘দঙ্গল’ ভারত ও ভারতের বাইরে আয় করেছে ৫৩২ কোটি রুপিরও বেশি। আমির খান একাই এ ছবি থেকে আয় করেছেন প্রায় ১৭৫ কোটি রুপি। কেবল অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ৩৫ কোটি রুপি।