খরাজ রান্না করলেন তারিনের জন্য

শুটিংয়ের ফাঁকে আড্ডায় তারিন ও খরাজ মুখার্জি। ছবি: সংগৃহীত
শুটিংয়ের ফাঁকে আড্ডায় তারিন ও খরাজ মুখার্জি। ছবি: সংগৃহীত

‘কই, আমাদের বাংলাদেশের অতিথি কোথায়?’ খরাজ মুখার্জি এভাবেই ডাকেন বাংলাদেশের অভিনেত্রী তারিনকে। মেকআপ রুম থেকে কলকাতার এই অভিনেতার ডাকে সাড়া দেন তিনি। খরাজ মুখার্জি তাঁর রান্না করা খাবার ধরিয়ে দেন তারিনের হাতে। সাধারণত কলকাতার মানুষেরা বাংলাদেশের আতিথেয়তার কথা বলেন। এবার কলকাতার অভিনয়শিল্পী খরাজের আপ্যায়নে মুগ্ধ হলেন তারিন; বললেন, ‘মুহূর্তটা আমার খুবই স্মরণীয়। একজন শিল্পীর প্রতি আরেকজন শিল্পীর যে আন্তরিকতা, যে সম্মান প্রদর্শন, তাতে আমি মুগ্ধ হয়েছি।’

ঘটনাটা একটু মজার। তারিনের সঙ্গে দেখা হওয়ার পরই খরাজ জানতে চেয়েছেন তারিন কী কী খাবার খেতে ভালোবাসেন। গড়গড় করে এই অভিনেত্রী তাঁর পছন্দের খাবারের নাম বলতে থাকেন। পরের দিন শুটিং সেটে এসেই এই অভিনেতা ডাকতে থাকেন তারিনকে। মেকআপ রুমে থেকেই সাড়া দেন তিনি। দেখেন খরাজ মুখার্জির হাতে তাঁর পছন্দের খাবারের পদ। এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে যান তারিন। পরে খরাজ মুখার্জির রান্না করা খাবার শুটিংয়ের সবাইকে নিয়ে খেয়েছেন তিনি।

কলকাতার ‘এটা আমাদের গল্প’ ছবিতে অভিনয় করেছেন তারিন জাহান। গত ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে ছবিটির শুটিং। ছবিতে তারিন বাংলাদেশের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘এটি পারিবারিক একটি গল্পের ছবি। এখানে প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। আমার চরিত্রের নাম সুদেষ্ণা। একজন বিবাহিত নারী। তাঁর সঙ্গে শাশুড়ির দ্বন্দ্ব থাকে। এভাবেই ছবির গল্প এগিয়ে যায়।’

শাশ্বত চট্টোপাধ্যায় ও তারিন। ছবি: সংগৃহীত
শাশ্বত চট্টোপাধ্যায় ও তারিন। ছবি: সংগৃহীত

এই ছবির তারিনের অংশের শুটিং শেষ হলো সম্প্রতি। কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতাই গতকাল জানালেন তিনি। শুধু তাই নয়, প্রিয় সব অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তারিন। শাশ্বত চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে একজন। তারিন বলেন, ‘শাশ্বত মজার মানুষ। আমরা আড্ডা দিয়েছি। বলেছেন, বাংলাদেশে ঘুরতে আসবেন।’

তারিন কলকাতার কাজের অভিজ্ঞতাও শেয়ার করেন। তিনি বলেন, ‘কলকাতায় সকাল আটটা মানে আটটা। তাঁরা সময়ের অনেক মূল্য দেন। ২০ মিনিটের মধ্যে দুপুরের খাবার শেষ করতে হয়। আবার শুটিং শেষ করেন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে। সবাই ঠিকমতো সবার কাজ করেন। এ পরিবেশ হয়তো আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি। শুটিংয়ের বাইরে সবার আলাদা একটি পারিবারিক জীবন আছে, এটা নিয়ে তাঁরা খুবই সচেতন। আমাদের দেশে এটি কম দেখা যায়। তাঁরা পরের দিনের শুটিং নিয়ে ভাবার সময় পান, কিন্ত আমরা পাই না।’

পরিচালক মানসী সিনহা (বাঁয়ে) ও সহশিল্পীদের সঙ্গে তারিন (ডান থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত
পরিচালক মানসী সিনহা (বাঁয়ে) ও সহশিল্পীদের সঙ্গে তারিন (ডান থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত

তারিন জানান, ছবির মহরতের পর প্রথম দিনের শুটিং তাঁকে দিয়েই শুরু হয়। পরিচালক দৃশ্যটি ঠিকঠাক বুঝিয়ে দিলে প্রথমবারেই শট ‘ওকে’ হয়ে যায়। তারিন চেয়েছিলেন দ্বিতীয়বার শট দিতে, পরিচালক বললেন, তার আর দরকার নেই।

সহশিল্পীদের সঙ্গে তারিন (বাঁয়ে)। ছবি: সংগৃহীত
সহশিল্পীদের সঙ্গে তারিন (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

খুব অল্প সময়েই সবার সঙ্গে বেশ খাতির জমে এই অভিনেত্রীর। প্রথমবারের মতো ভারতের ছবিতে অভিনয় করেছেন, কলকাতার সহশিল্পীরা একবারের জন্যও বুঝতে দেননি তাঁকে। ছবিটির পরিচালক অভিনেত্রী মানসী সিনহা। ছবির গল্পও তাঁর। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক হিসেবে বড় পর্দায় নাম লেখাচ্ছেন তিনি। ছবিতে আরও অভিনয় করছেন পূজা কর্মকার, কনীনিকা ব্যানার্জি, সঞ্জীব শর্মা প্রমুখ।