করোনা-আতঙ্কের মধ্যে কবরীর শুটিং শুরু

ঢাকার উত্তরায় ‘এই তুমি সেই তুমি’ ছবির শুটিংয়ে অভিনয়শিল্পীদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক কবরী। ছবি–প্রথম আলো
ঢাকার উত্তরায় ‘এই তুমি সেই তুমি’ ছবির শুটিংয়ে অভিনয়শিল্পীদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক কবরী। ছবি–প্রথম আলো

করোনা–আতঙ্কে যেখানে অনেকে শুটিং বন্ধ করছেন, সেখানে উল্টো পথে হাঁটলেন সারাহ বেগম কবরী। আজ মঙ্গলবার থেকে কবরী তাঁর নতুন ছবির শুটিং শুরু করেছেন। অনুদানের এই ছবির কাজটি শুরু হয়েছে ঢাকার উত্তরার একটি শুটিংবাড়িতে। নায়ক ও তাঁর পরিবারের অংশের দৃশ্যধারণের মধ্য দিয়ে শুরু হয়েছে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং।

সরকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের শেষ দিকে। সবকিছু গুছিয়ে না আসায় শেষ পর্যন্ত শুটিং শুরু সম্ভব হয়নি। এরপরও কয়েকবার ভেবেছিলেন, হয়নি। অবশেষে আজ থেকে শুরু হয়েছে। প্রথম লটে পাঁচ দিন শুটিং করা হবে বলে জানালেন কবরী। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন মাহমুদ সাজ্জাদ, রায়হান রিয়াদ প্রমুখ।

করোনার মধ্যে শুটিংয়ের শুরুর বিষয়ে কবরী বলেন, ‘কাজ তো করতে হবে। করোনায় আতঙ্কিত হয়ে হাত গুটিয়ে ঘরে বসে থাকলে তো চলবে না। যতটা নিরাপদে থেকে কাজ করা যায়, সেভাবেই কাজ করে যাচ্ছি। তা ছাড়া সরকারি অনুদানের এই ছবিটি তো সঠিক সময়ের মধ্যে শেষও করতে হবে।’

রিয়াদ রায়হানকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক কবরী। ছবি-প্রথম আলো
রিয়াদ রায়হানকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক কবরী। ছবি-প্রথম আলো

‘এই তুমি সেই তুমি’ ছবির শুটিং শুরুর মধ্য দিয়ে সিনেমা পরিচালনায় দীর্ঘ ১৪ বছরের বিরতি ভাঙলেন কবরী। বরেণ্য এই অভিনয়শিল্পী পরিচালিত প্রথম সিনেমার নাম ‘আয়না’, যা ২০০৫ সালে মুক্তি পায় বলে জানালেন কবরী। এদিকে কবরী তাঁর দ্বিতীয় ছবির শুটিংয়ের জন্য বেছে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন। দিনটি বেছে নেওয়ার কারণ হিসেবে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কিছু একটা করার ইচ্ছা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে সরকারি ও বেসরকারি সব অনুষ্ঠান ছোট পরিসরে করা হচ্ছে। তাই ভাবলাম, নিজের দ্বিতীয় ছবির শুটিং এদিনটাই করি। যে এফডিসি বঙ্গবন্ধুর হাতে গড়া, সেই এফডিসি আমি মিনা পালকে আজ সবার কাছে কবরী বানিয়েছে। এটা আমাকে গর্বিত করে। দিনটিকে আমার জীবনে স্মরণীয় করে রাখতে চাই বলেই নতুন ছবির শুটিংয়ের জন্য এই দিনকেই বেছে নিয়েছি।’

‘এই তুমি সেই তুমি’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী। সরকারি অনুদানের এ ছবিতে অভিনয়ও করবেন কবরী। কবরী পরিচালিত প্রথম সিনেমার নাম ‘আয়না’। ‘এই তুমি সেই তুমি’ ছবিতে নায়ক–নায়িকা চরিত্রে দেখা যাবে রিয়াদ রায়হান ও নিশাত সালওয়াকে। গেল বছরের শেষ দিকে ছবির নায়ক চূড়ান্ত করলেও নায়িকা চরিত্রের জন্য অনেক দিন অপেক্ষা করেছেন কবরী। নায়িকা বাছাইয়ের জন্য বেশ কয়েকজন তরুণীর সাক্ষাৎকার নিয়েছিলেন কবরী। কিন্তু তাঁর পরীক্ষায় পাস করতে পারছিলেন না কেউই। একসময় কলকাতা থেকেও নায়িকা নেওয়ার কথা ভাবতে হয়েছিল কবরীকে। শেষ মুহূর্তে তিনি পেয়ে যান নিশাতকে। কবরী বলেন, ‘নতুন ছবিটার জন্য আমি এমন একটি মুখ খুঁজছিলাম, যেটা আমি নিশাতের মধ্যে পেয়েছি। সে দেখা করতে এল, কথা বললাম। ছবির প্রতি তাঁর আগ্রহ দেখে ভালো লেগেছে। পড়াশোনাও ভালো। বাকিটা অভিনয় শুরু করার পর বুঝতে পারব।’

‘এই তুমি সেই তুমি’ ছবির দৃশ্যধারণ কেমন হচ্ছে তা মনিটরে দেখছেন পরিচালক কবরী। ছবি–প্রথম আলো
‘এই তুমি সেই তুমি’ ছবির দৃশ্যধারণ কেমন হচ্ছে তা মনিটরে দেখছেন পরিচালক কবরী। ছবি–প্রথম আলো

নিশাত সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানারআপ। এর আগে তিনি মডেল হয়েছিলেন গানের ভিডিওতে। প্রতিযোগিতা থেকে বের হয়ে একটি সিনেমায় কাজ করেছেন। তবে কবরীর সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়াকে জীবনের অনেক বড় একটি অর্জন বলে মনে করছেন তিনি। নিশাত বলেন, ‘কবরী ম্যামের সঙ্গে যেদিন দেখা করার কথা, সেদিন আমার হাত-পা কাঁপছিল। এত বড় একজন শিল্পীর মুখোমুখি হতে হবে, শুরুতে সেটা ভাবতেই পারছিলাম না। এমনকি তাঁর ছবিতে অভিনয়ের সুযোগ পাব, সেটাও ভাবিনি। দ্বিতীয় দেখায় মনে মনে আশা বাড়তে থাকে।’

ছবির শুটিংয়ে অভিনয়শিল্পীদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক কবরী। ছবি-প্রথম আলো
ছবির শুটিংয়ে অভিনয়শিল্পীদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক কবরী। ছবি-প্রথম আলো

শুটিংয়ের আগে চিত্রনাট্যসহ কবরীর সঙ্গে বসেছিলেন নিশাত। সেই অভিজ্ঞতার ভাগাভাগি করতে গিয়ে তিনি বলেন, ‘একজন বড় শিল্পী আমাকে অভিনয় শিখিয়ে দিলেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। একজন অভিজ্ঞ অভিনয়শিল্পী যখন পরিচালক হন, তখন তাঁর কৌশলগুলো ঠিকমতো ধরতে পারলে আর কিছু লাগে না। আমি মনে করি, এই ছবিতে অভিনয় করাটা হবে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা। এ কদিন ম্যামের সঙ্গে কথা বলে সে রকমই মনে হয়েছে। মনে হচ্ছে, সুন্দর একটা কর্মশালা করছি, যা আমার পরবর্তী জীবনেও কাজে আসবে।’

‘এই তুমি সেই তুমি’ ছবির সংগীত পরিচালক বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। ছবির গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান ও কবরী। ছবির চারটি গানের মধ্যে তিনটি গান লেখা ও সুর করা শেষ বলে জানালেন কবরী।