ছবি নেই, শুটিং বাতিল, ঘরে বসে তারকারা

সূর্যবংশী ছবির মুক্তি পিছিয়েছে। ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে (বাঁ থেকে) এর পরিচালক রোহিত শেঠি, অক্ষয়, ক্যাটরিনা, অজয় দেবগন ও প্রযোজক করণ জোহর
সূর্যবংশী ছবির মুক্তি পিছিয়েছে। ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে (বাঁ থেকে) এর পরিচালক রোহিত শেঠি, অক্ষয়, ক্যাটরিনা, অজয় দেবগন ও প্রযোজক করণ জোহর
>করোনা–আতঙ্কে রীতিমতো স্থবির বলিউড। ভারতে কোভিড–১৯–এর সংক্রমণ ছড়িয়ে পড়তেই সাবধানি হয়ে উঠেছেন বলিউড তারকা ও নির্মাতা–প্রযোজকেরা। পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির দিন। বন্ধ হচ্ছে প্রেক্ষাগৃহ। বন্ধ হচ্ছে অনেক ছবির শুটিং। বাতিল হচ্ছে বলিউডের নানান অনুষ্ঠান। সদ্য মুক্তি পাওয়া ছবিগুলো বক্স অফিস মার খেয়ে যাচ্ছে। আর এই সবই হচ্ছে করোনাভাইরাসের কারণে। এমনকি আইফার মতো অ্যাওয়ার্ড অনুষ্ঠানও পিছিয়ে গেছে। এই মুহূর্তে বলিউডের হালহকিকত নিয়ে লিখেছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য
মাস্কের আড়ালে পূজা হেজ
মাস্কের আড়ালে পূজা হেজ

ক্ষতির মুখে বিটাউন 

করোনা ভাইরাসের কারণে সদ্য মুক্তি পাওয়া বাগি থ্রি, আংরেজি মিডিয়ামসহ আরও বেশ কয়েকটি ছবি বক্সঅফিসে বাজেভাবে মার খেয়েছে। বাগি থ্রি ছবি থেকে প্রযোজক ভালো আয়ের প্রত্যাশা করেছিলেন। কিন্তু করোনাভাইরাসের বিস্তার প্রযোজকের সব আশায় জল ঢেলে দেয়। মুক্তির পরের ৬ দিনে এই ছবি মাত্র ৮৪ কোটি রুপি আয় করেছিল।

এদিকে ইরফান খান অভিনীত আংরেজি মিডিয়াম ছবি মুক্তি পেয়েছিল ১৩ মার্চ। কেরালা, দিল্লি, জম্মু-কাশ্মীর ও মুম্বাইয়ের প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়া এই ছবির আয়েও ধস নামে। তাই আংরেজি মিডিয়াম ছবির নির্মাতারা নতুনভাবে সিদ্ধান্ত নেয় যে প্রেক্ষাগৃহ বন্ধ থাকা রাজ্যগুলোয় আবার ছবিটি মুক্তি দেওয়া হবে।

পেছাল মুক্তির দিন

করোনার সংক্রমণকে রুখতে ভারতের মহারাষ্ট্র সরকার সব প্রেক্ষাগৃহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মহারাষ্ট্রের আগে দিল্লি, কেরালা ও জম্মু-কাশ্মীর সরকারও নিজ নিজ রাজ্যের সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ জারি করে। জনসমাগম এড়াতে তড়িঘড়ি করে বেশ কয়েকজন নির্মাতা তাঁদের ছবি মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন। করণ জোহরের প্রযোজনায় ও রোহিত শেঠির পরিচালনায় বহুল প্রতীক্ষিত সূর্যবংশী ছবির মুক্তি ২৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এ ছবিতে আছেন বলিউড তারকা অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ। এদিকে কবির খান পরিচালিত ক্রিকেটার কপিল দেবের জীবনীভিত্তিক ছবি ৮৩–এর নির্মাতারাও পড়েছেন বিপাকে। রণবীর সিং অভিনীত এই ছবির ট্রেলার প্রকাশের কথা ছিল ১১ মার্চ। কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়। নতুন দিন হিসেবে ঠিক করা হয়েছে আগামী ১০ এপ্রিল। পেছানো হয়েছে যশরাজ ব্যানারের ছবি সন্দীপ অউর পিঙ্কি ফারার-এর মুক্তির দিনও। দিবাকর ব্যানার্জি পরিচালিত এই ছবি ২০ মার্চ মুক্তির কথা ছিল। এমনকি জাহ্নবী কাপুরের গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল ছবির মুক্তির দিনও পিছিয়ে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। 

শুটিং বন্ধ 

পার্টিতেও মাস্ক পরে অনিল কাপুর
পার্টিতেও মাস্ক পরে অনিল কাপুর

শহীদ কাপুরের জার্সি ছবির শুটিংও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। শহীদকে দেখা যায় শুটিং থেকে ফেরার পথে ভারতের একটি বিমানবন্দর থেকে বেরোনোর সময় মুখে মাস্ক পরে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে করতে গাড়িতে উঠছেন। এই বলিউড তারকা টুইটারে লিখেছেন, ‘ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে যা যা করণীয়, তার সবটা পালন করা আমাদের সামাজিক দায়িত্ব। আর এ জন্যই টিম জার্সি আপাতত শুটিং বন্ধ রেখেছে, যেন আমাদের ইউনিটের প্রত্যেক সদস্য নিজের পরিবারের সঙ্গে সুরক্ষিত থাকেন।’

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও বলিউডের দুই খান—আমির ও সালমান—তাঁদের শুটিং চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। আমিরের লাল সিং চাড্ডা ছবির শুটিং পাঞ্জাবে চলছিল। অন্যদিকে সালমান খানও তাঁর রাধে ছবির শুটিং বন্ধ রাখেননি। নিজেকে সুরক্ষিত রাখার নির্দেশিত নিয়মাবলি মেনেই এই দুই খান তাঁদের শুটিং চালু রেখেছিলেন। দুই ছবির সেটই বারবার স্যানিটাইজ করা হচ্ছিল। তবে ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার অ্যাসোসিয়েশন (ইমপা) ঘোষণা করেছে, আজ ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব টিভি সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজসহ সব ধরনের শুটিংই বন্ধ রাখা হবে।

কোথাও যাওয়া মানা

বিমানবন্দরে সচেতন শহীদ কাপুর
বিমানবন্দরে সচেতন শহীদ কাপুর

করোনাভাইরাসের আতঙ্কে পুরো বিশ্ব কাঁপছে। তাই বলিউড তারকারাও তাঁদের সব বিদেশ সফর বাতিল করেছেন। ‘প্যারিস ফ্যাশন উইক’-এ যাওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু করোনার কারণে তিনি সফর বাতিল করেন। ইনস্টাগ্রামে দেখা গেছে দীপিকার অলস সময় এখন কাটছে সংসার সাজিয়ে আর পুরোনো আলমারি গুছিয়ে। আগামী ৩ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সালমান খানের যুক্তরাষ্ট্র ও কানাডায় পারফর্ম করার কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা, নিউ জার্সি, ডেট্রয়েট, বোস্টন, ডালাস ও সিয়াটলের মতো বড় শহরগুলোয় ছিল সালমানের অনুষ্ঠান। কিন্তু করোনার কারণে আপাতত তিনি কোথাও যাচ্ছেন না, এড়িয়ে চলছেন জনসমাগম। এদিকে হৃতিক রোশনেরও ১০ এপ্রিল মার্কিন মুলুকে যাওয়ার কথা ছিল। আপাতত সেই সফর স্থগিত করেছেন তিনি। বলিউড অভিনেত্রী বিপাশা বসু যুক্তরাষ্ট্রের ২২টি শহরে অনুষ্ঠেয় ‘সাউথ এশিয়ান উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’–এ যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেটাও আপাতত বন্ধ। এদিকে সোনালি বেন্দ্রে, নেহা কক্করসহ অনেক বলিউড তারকা তাঁদের বিদেশ সফর বাতিল করেছেন। ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, কারিনা কাপুর খানের মতো তারকারা নিজেদের ‘সেলফ–আইসোলশনে’ রেখে জনসমাগম এড়িয়ে চলছেন, সময় কাটাচ্ছেন পরিবার ও একেবারে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে।