জোভান তাসনুভার 'নেটওয়ার্ক পাচ্ছি না'

‘নেটওয়ার্ক পাচ্ছি না’ নাটকের দৃশ্যে তাসনুভা তিশা ও জোভান। ছবি: সংগৃহীত
‘নেটওয়ার্ক পাচ্ছি না’ নাটকের দৃশ্যে তাসনুভা তিশা ও জোভান। ছবি: সংগৃহীত

জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করেন জোভান। একদিন ঢাকায় নতুন বাসা নেন। বিদায়ী ভাড়াটিয়া ঘরটি সম্পর্কে অদ্ভুত তথ্য দিলেও জোভান তাতে গা করেন না। তবে অন্য একটি সমস্যার মুখোমুখি হন তিনি। নেটওয়ার্ক পেতে প্রায়ই বাসার ছাদে উঠতে হয় তাঁকে। আর সেখানেই পরিচয় হয় বাড়িওয়ালার একমাত্র মেয়ে তাসনুভা তিশার সঙ্গে।

মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ পরিচালিত নাটক ‘নেটওয়ার্ক পাচ্ছি না’ নাটকের পটভূমি এটি। শুক্রবার রাত দশটা ত্রিশ মিনিটে নাগরিক টিভিতে প্রচারিত হবে নাটকটি। নাটকটির গল্পের একপর্যায়ে দেখা যায়, তিশার সঙ্গে বন্ধুত্ব হয় জোভানের। একদিন বাসায় ফিরে ডেকোরেটরকে গেট সাজাতে দেখে অবাক হন জোভান। জানতে পারেন মেয়েটার বিয়ে। মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। সবকিছু ফেলে নিরুদ্দেশ হয়ে যান জোভান। কিছুদিন পর বাসায় জিনিসপত্র নিতে এলে জানতে পারেন নতুন এক সংবাদ, যা আগের চেয়ে অনেক বেশি অবাক হওয়ার মতো।
এমন কাহিনি নিয়ে ‘নেটওয়ার্ক পাচ্ছি না’ নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি। বঙ্গবিডি প্রযোজিত নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জোভান এবং তাসনুভা তিশাকে।