শাহরুখের বাড়ির সামনে ভয়াবহ আগুন, মৃত ১

এই বাড়ির পাশেই সমুদ্রের দিকে মুখ করা একটি বাড়িতে লেগেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: ইনস্টাগ্রাম
এই বাড়ির পাশেই সমুদ্রের দিকে মুখ করা একটি বাড়িতে লেগেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: ইনস্টাগ্রাম

ভারতের মুম্বাইয়ের বান্দ্রা। হ্যাঁ, সেখানেই থাকেন বলিউড পাড়ার রথী–মহারথীরা। ঘটনাস্থল সেখানেই। শাহরুখ খানের বাড়ি মান্নাতের ঠিক পাশেই, সমুদ্রের দিকে মুখ করা সি স্ট্রিট অ্যাপার্টমেন্টে। ঘটনার সময় গতকাল বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটা। ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় ধরল ভয়াবহ অগ্নিকাণ্ড। ফলে মারা যান ইভানা মোরেস নামের ২০ বছরের তরুণী, ৯০ শতাংশ পুড়ে খুবই সংকটাপন্ন অবস্থা ৩৮ বছর বয়সী শিফরা জাফরির। ভারতীয় অসংখ্য গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

সকাল আটটার ভেতর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঝলসে যাওয়া তরুণীর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তখন চিকিৎসকেরা ইভানা মোরেসকে মৃত বলে ঘোষণা করেন। পশ্চিম বান্দ্রার ভাবা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন শিফরা।

বান্দ্রার বাড়ি মান্নাতে ভক্তদের সঙ্গে নিয়ম করে দেখা করেন শাহরুখ খান। আপাতত সেসব বন্ধ। ছবি: ইনস্টাগ্রাম
বান্দ্রার বাড়ি মান্নাতে ভক্তদের সঙ্গে নিয়ম করে দেখা করেন শাহরুখ খান। আপাতত সেসব বন্ধ। ছবি: ইনস্টাগ্রাম

স্বাভাবিকভাবেই এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এমনিতেই ওই এলাকায় শাহরুখ খানের মতো তারকার বাংলো রয়েছে। পাশাপাশি অত্যন্ত বিলাসবহুল ওই এলাকায় কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। অগ্নিকাণ্ডের কারণ বা উৎস এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

বান্দ্রার বাড়িতে শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম
বান্দ্রার বাড়িতে শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

অন্য দিকে করোনার সংক্রমণের দিনগুলোতেও করণ জোহরের মায়ের জন্মদিনের পার্টিতে অংশ নেওয়ায় সমালোচিত হচ্ছেন শাহরুখ খান। একা যাননি, সঙ্গে স্ত্রী গৌরী খানকেও নিয়ে গেছেন।