করোনা থেকে বাঁচতে শাহরুখের তিন পরামর্শ

শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম
শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

‘আমরা একটা ভয়ংকর দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের করোনার বিরুদ্ধে যুদ্ধ করে জিততে হবে। ডাক্তার, নার্স, প্রশাসন ও অন্যরা আমাদের সুরক্ষার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে সবখানে তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। আমাদের দায়িত্ব কেবল এই মানুষগুলোকে সহযোগিতা করা।’ শাহরুখের সর্বশেষ দুটি ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করা ভিডিওতে এভাবেই শুরু করেছেন তিনি। ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই শাহরুখ করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে বার্তা দিয়েছেন।

জেনে নেওয়া যাক করোনার বিরুদ্ধে শাহরুখের তিন পরামর্শ:
১.নিতান্ত প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই ঘর থেকে বের হবেন না। আগামী দুই সপ্তাহ কোনো জনসমাগম করা যাবে না।
২.বাড়িতে বা কর্মক্ষেত্রে কিছুক্ষণ পরপর নিয়ম মেনে হাত ধুয়ে নিন। হাঁচি এলে টিস্যু ব্যবহার করুন। নিদেনপক্ষে কনুই দিয়ে আটকান। যাতে জীবাণু ছড়িয়ে না পড়ে।
৩.গুজবে কান দেবেন না। সরকারের কথা শুনুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানুন।

শেষ করেছেন এভাবে, ‘মনে রাখবেন, আমাদের জন্যই আমরা। নিজেদের সুরক্ষিত রাখতেই হবে। কোভিড নাইনটিনকে হারাতেই হবে।’ ভিডিও দুটি গতকাল বিকেল পর্যন্ত ৪০ লাখবার দেখা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ভিডিও শেয়ার করেছেন। অন্যদিকে ভারতে গতকাল বিকেল পাঁচটায় সবাই সবার বাড়ির দরজা ও জানালা থেকে একসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সেই সব মানুষদের, যাঁরা করোনা থেকে অন্যদের সুরক্ষিত করতে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বলিউডের অনেক তারকাই এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম
শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, বলিউডে আকাশছোঁয়া সাফল্য পাওয়ার পাশাপাশি শাহরুখ খানের নামের পাশে বসেছে কিং খান কিংবা বলিউড বাদশাহর মতো তকমা। পঞ্চাশ পেরিয়ে ৫৪ ছুয়ে যাওয়া শাহরুখ বয়সকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বছরের পর বছর ধরে বলিউডে রাজত্ব করছেন। নিজস্ব ঢংয়ের অসাধারণ অভিনয়শৈলী দিয়ে জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়। বুদ্ধিদীপ্ত বক্তব্যের জন্যও সুপরিচিত তিনি।

১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন এ শিল্পী। প্রথমদিকে টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়াতে পথচলা শুরু করেন তিনি। ১৯৮৮-৮৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ ও ‘আজিজ মির্জা সার্কাস’ দিয়ে নিজেকে সবার কাছে আলোচিত করে তোলেন শাহরুখ। মায়ের মৃত্যুর পর ১৯৯১ সালে শাহরুখ খান মুম্বাইয়ে চলে যান। আর তখনই শাহরুখের সঙ্গে পরিচয় হয় গৌরীর। এরপর দুজনের প্রেম এবং প্রেমের পরিণতি হিসেবে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা।

বিয়ের পর শাহরুখ খান প্রথম ছবির প্রস্তাব পান। ‘দিল আসনা হ্যায়’ নামের এই ছবিটি ছিল হেমা মালিনী পরিচালিত প্রথম ছবি। এদিকে প্রথম ছবিটির দেরির কারণে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের।