করোনাক্রান্ত বন জোভির কি-বোর্ডিস্ট

বন জোভির কি–বোর্ডিস্ট ডেভিড ব্রায়ান। ছবি: ইনস্টাগ্রাম
বন জোভির কি–বোর্ডিস্ট ডেভিড ব্রায়ান। ছবি: ইনস্টাগ্রাম

সংগীতভুবনে হানা দিয়েছে করোনাভাইরাস। এবার ‘ইটস মাই লাইফ’সহ বহু গানের খ্যাতিমান ব্যান্ড বন জোভির কি–বোর্ডিস্ট ডেভিড ব্রায়ান আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ রোগে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই সেটা জানিয়েছেন।

গত ২১ মার্চ ব্রায়ান ইনস্টাগ্রামে লিখেছেন, আজই পরীক্ষার ফল হাতে পেয়েছি, আমার শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেছে। আমি সপ্তাহখানেক অসুস্থ ছিলাম। তবে একটু একটু করে ভালো বোধ করছি।

তিনি সতর্ক করে বলেছেন, ‘দয়া করে ভয় পাবেন না। এটা কেবল একটা ফ্লু, প্লেগের মতো মারাত্মক কিছু না। আমি ইতিমধ্যে এক সপ্তাহ কোয়ারেন্টিনে ছিলাম, আরও এক সপ্তাহ থাকতে হবে। তারপর একটু ভালো বোধ করলেই আবার পরীক্ষা করিয়ে দেখব যে দুষ্টু ভাইরাসটা আমার শরীরে আছে কি না। দয়া করে পরস্পরকে সাহায্য করুন। মার্কিন জনগণ—সবাই যদি সবার সাহায্যে এগিয়ে আসে, এ ভাইরাস টিকবে না।’

মঞ্চে ‘লিভিং অন আ প্রেয়ার’ গাইছে তরুণ দলটি। ছবি: ইউটিউব থেকে
মঞ্চে ‘লিভিং অন আ প্রেয়ার’ গাইছে তরুণ দলটি। ছবি: ইউটিউব থেকে

একই দিনে বন জোভির শিকাগোর ভক্তরা ঘরের জানালায় বসে ১৯৮৬ সালের বিখ্যাত সেই ‘লিভিং অন আ প্রেয়ার’ গানটি গাইবে। এ যেন এক গণপ্রার্থনার আয়োজন। সবাই মিলে প্রিয় দলের জন্য প্রার্থনা করবে তাঁদের গান গেয়ে। একটি ভিডিও ক্লিপের মাধ্যমে বন জোভির প্রধান শিল্পী জন বন জোভি ঘোষণা করেছেন, তিনিও থাকবেন ভক্তদের এই আয়োজনে।

বন জোভির গায়ক জন বন জোভি। ছবি: ইনস্টাগ্রাম
বন জোভির গায়ক জন বন জোভি। ছবি: ইনস্টাগ্রাম

ভিডিওতে তিনি বলেছেন, ‘হ্যালো শিকাগো, আমিও আছি তোমাদের সঙ্গে। আমিও গাইব। এই দুঃসময়ে তোমাদের সঙ্গে থাকব হৃদয় ও আত্মা দিয়ে। সবাই একসঙ্গে গেয়ে আমরা এই সংকট পাড়ি দেবই।’

মার্কিন রক গানের দল বন জোভি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে নিউ জার্সিতে। কণ্ঠশিল্পী জন বন জোভি, কি–বোর্ডিস্ট ডেভিড ব্রায়ান ছাড়াও দলে আছেন ড্রামার টিকো টরেস, লিড গিটারিস্ট ফিল এক্স ও বেইজ গিটারিস্ট হিউ ম্যাকডোনাল্ড। এ পর্যন্ত ১৪টি স্টুডিও অ্যালবাম, ৫টি মিশ্র ও ৩টি লাইভ অ্যালবাম প্রকাশ করেছে দলটি। বিশ্বব্যাপী ১০০ মিলিয়নেরও বেশি বিক্রীত হয়েছে তাদের অ্যালবাম। এ দলটি ৫০টিরও বেশি দেশে ২ হাজার ৭ শতাধিক কনসার্ট করেছে। সূত্র: নিউ জার্সি ১০১৫