করোনাভাইরাস নিয়ে আসিফের 'তৃতীয় বিশ্বযুদ্ধ'

আসিফ আকবর
আসিফ আকবর

করোনাভাইরাসের বিরুদ্ধে আশাজাগানিয়া বার্তা নিয়ে একটি ইন্সট্রুমেন্টাল তৈরি করেছেন বেজ গিটারিস্ট রানা ও লিড গিটারিস্ট শামু। সেখানে স্লোগানের মতো একটি ভয়েজ ওভার ও ‘আমরা করব জয়’ গান থেকে ছয়টি চরণ নিয়ে গেয়েছেন আসিফ আকবর। এর শিরোনাম দেওয়া হয়েছে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’।

‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ কম্পোজিশনের পাণ্ডুলিপি তৈরি করেছেন আসিফ নিজেই। গত রোববার তাঁর নিজের স্টুডিও ই-মিউজিকে এটি ধারণ করা হয়। পাঁচ মিনিটের এ কম্পোজিশনটির লিরিক্যাল ভিডিও তৈরির কাজ চলছে। আসিফ আকবর বলেন, ‘রানা ও শামু দুজনই আমার সঙ্গে দীর্ঘদিন বাজাচ্ছেন। তাঁরা দুজন মিলে করোনার বিরুদ্ধে বার্তা নিয়ে একটি ইন্সট্রুমেন্টাল তৈরি করে আমার কাছে নিয়ে আসেন। তাঁদের মনে হয়েছে, এখানে একটা ভয়েজওভার হলে ভালো হয়। আমি রাজি হয়ে যাই। নিজেই একটি স্ক্রিপ্ট লিখে ২২ সেকেন্ডের একটি ভয়েজওভার দিই।’ এই সংগীত তারকা আরও বলেন, ‘কম্পোজিশনটির গিটারিংয়ের ফাঁকে ফাঁকে “আমরা করব জয়” গানটি মধ্যে পৃথিবীর সৌন্দর্য নিয়ে লেখা ছয়টি লাইন যোগ করেছি। এটি বাংলা গানের মিউজিক্যাল কম্পোজিশনের নতুন ধারা বলে মনে হয়েছে আমার। এটি মানুষকে অনুপ্রাণিত করবে।’

আসিফ আকবর মনে করেন, পৃথিবীর এই পরিস্থিতিতে শিল্পীদের কিছু করার নেই। সবাই যাঁর যাঁর জায়গা থেকে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। তারই অংশ এটি। কম্পোজিশনটির নাম ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ রাখা প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের সঙ্গে মানুষের যুদ্ধ বন্ধ হয়ে গেছে। এখন সবাই করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়েছিল ৮০-৯০টি দেশে। কিন্তু করোনাভাইরাস ছড়িয়েছে ১৮৭টি দেশে। এ কারণে একে তৃতীয় বিশ্বযুদ্ধ মনে করেই স্ক্রিপ্ট করেছি এবং নাম দিয়েছি “তৃতীয় বিশ্বযুদ্ধ”।’

২৫ মার্চ আসিফ আকবরের দুটি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হবে ভিডিওটি, এরপর ইউটিউবে।