জীবনে এত ভয় কখনো পাননি অক্ষয়

হাত জোড় করে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছেন অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম
হাত জোড় করে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছেন অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম

‘আমি সাধারণত অনেক কঠিন পরিস্থিতেও মাথা ঠান্ডা রাখি। শান্তভাবে কথা বলি। কিন্তু এখন পরিস্থিতি ভয়ংকর। পুরো বিশ্ব থেমে গেছে। উল্টোপাল্টা কিছু বলে ফেললে ক্ষমা করবেন।’ এভাবেই শুরু করলেন অক্ষয় কুমার।

ইনস্টাগ্রামে অক্ষয় কুমারের সর্বশেষ পোস্টটিতে ভক্তদের সতর্ক করার জন্য হাত জোড় করে অক্ষয় কুমার বলেছেন, ‘আপনারা ঘরে থাকুন, ঘরে থাকুন, ঘরে থাকুন।’ অক্ষয় জানিয়েছেন, তিনি বুঝতেই পারছেন না যে কেন লোকে লক ডাউনের মানে বুঝতে পারছে না। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছে না। ৫২ বছর বয়সী অক্ষয় কুমার এ–ও বলেন, এত ভয় তিনি জীবনে আগে কখনো পাননি।

পিছিয়ে গেছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’র মুক্তি। ছবি: ইনস্টাগ্রাম
পিছিয়ে গেছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’র মুক্তি। ছবি: ইনস্টাগ্রাম

অক্ষয়ের ভাষায়, ‘আমি যদি কঠিন কথা বলে ফেলি তো মাফ করবেন। পরিস্থিতি মাথা ঠিক রাখতে দিচ্ছে না। যাঁরা বাহাদুরি দেখানোর জন্য বাইরে বের হচ্ছেন, তাঁদের বলছি, এইটা বাহাদুরি দেখানোর সময় না। নিজেও মরবেন, পরিবারের সবাইকে নিয়ে মরবেন। কেউ বাঁচবে না।’

অক্ষয় আরও বলেন, ‘হ্যাঁ, আমিই বড় পর্দায় এক ঘুষিতে গাড়ি উড়িয়ে দিই। হেলিকপ্টারে ঝুলে যুদ্ধ করি। বিশ্বাস করুন, আমার হৃদয় ভয়ে কাঁপছে। আমার মাথা ঠিক নেই। আপনারা প্লিজ প্লিজ, ঘরে থাকুন। ঘরে থাকার কোনো বিকল্প নেই।’

একটা ভাইরাসের কাছে পুরো বিশ্ব জিম্মি উল্লেখ করে তিনি বলেন, ‘জীবনের খিলাড়ি হওয়ার জন্য ঘরে থাকুন। আপনিও বাঁচবেন। আপনার পরিবারও বাঁচবে। নতুবা সবাইকে নিয়ে মরতে হবে।’

অক্ষয় কুমার, সারা আলী খান ও ধানুশ অভিনীত ‘আতরঙ্গি রে’ ছবির শুটিংও আপাতত হচ্ছে না। ছবি: ইনস্টাগ্রাম
অক্ষয় কুমার, সারা আলী খান ও ধানুশ অভিনীত ‘আতরঙ্গি রে’ ছবির শুটিংও আপাতত হচ্ছে না। ছবি: ইনস্টাগ্রাম

এভাবে দাঁড়িয়ে বলতে বলতে একসময় অক্ষয় কুমার বসে পড়েন। ও আবারও হাত জোড় করে সবাইকে ঘরে থেকে নিজের ও পরিবারের জীবন বাঁচানোর অনুরোধ করেন। শেষ হয় ২ মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিও।

পিছিয়ে গেছে ‘সূর্যবংশী’ ছবির মুক্তি। স্থগিত অন্য ছবির শুটিং। তবে সেসব নিয়ে কোনো ভাবনা নেই অক্ষয়ের। আপাতত কেবল চলমান পরিস্থিতির অবসান চান এই অভিনেতা।