ভুয়া ছবি শেয়ার করে লজ্জায় অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম
অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার এক ভিডিও বার্তায় লকডাউনে ভারতবাসীকে দীপাবলি পালনের দিকনির্দেশনা দেন। রোববার ৬ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট ধরে প্রদীপ, মোমবাতি, টর্চলাইট বা নিদেনপক্ষে মোবাইলের লাইট জ্বালিয়ে ঘরে কোয়ারেন্টিনে থেকে দীপাবলির উৎসব পালন করতে বলেন তিনি। এভাবেই ভারতীয়দের একতাবদ্ধতার শক্তি বেরিয়ে আসবে।

সরকারের এই ঘোষণার প্রচারণাও করেন অমিতাভ বচ্চন। একইভাবে টর্চ জ্বলিয়ে দীপাবলিও পালন করেন। ১৪ ঘণ্টা আগে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে অন্ধকারে জ্বলজ্বল করছে ভারতের মানচিত্রের মতো একটা অংশ। ক্যাপশনে এই বিগ বি লেখেন, ‘বিশ্ব আমাদের দেখছে। আমরা এক (উই আর ওয়ান)।’

এই টুইটের প্রতিক্রিয়াতে একজন লিখেছেন, ‘এটা একটা ফেইক ছবি, স্যার। একটা বানানো ছবি নিয়ে মাতামাতি করার কিছু নেই।’ আরেকজন লিখেছেন, ‘শেয়ার করার আগে আরেকবার ভাবুন মিস্টার বচ্চন।’

এরপর অমিতাভ বচ্চন একটি ছোট্ট সিনেমাও শেয়ার করেন, যেখানে পরিচ্ছন্নতাকর্মী, ডাক্তার, পুলিশসহ অন্যদের ধন্যবাদ জানানো হয়েছে। বলা হয়েছে, ‘তাঁদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, যাঁরা আপনার আর করোনার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন।’

এই সেই ‘ফেইক’ ছবি। ছবি: ইনস্টাগ্রাম
এই সেই ‘ফেইক’ ছবি। ছবি: ইনস্টাগ্রাম

অন্যদিকে শোনা যাচ্ছে, কাজ হারানো ১ লাখ চলচ্চিত্র-টিভিকর্মীর পরিবারকে প্রতি মাসে রেশন দেবেন অমিতাভ বচ্চন। এ কাজে তাঁকে সহায়তা করবে সনি পিকচার্স নেটওয়ার্কস ও কল্যাণ জুয়েলার্স। বিষয়টি নিশ্চিত করে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এনপি সিং বলেছেন, ‘আমরা এক ভয়ংকর সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। সে জন্য অমিতাভ জি “উই আর ওয়ান” নামে একটি উদ্যোগ নিয়েছেন। ভারতে ছোট ও বড় পর্দার সঙ্গে জড়িত বেকার হয়ে পড়া ১ লাখ পরিবারকে খাবার দেওয়া হবে।’

অমিতাভ বচ্চন টর্চ জ্বালিয়ে অংশ নিয়েছেন ৯ মিনিটের সেই দীপাবলি উৎসবে। ছবি: ইনস্টাগ্রাম
অমিতাভ বচ্চন টর্চ জ্বালিয়ে অংশ নিয়েছেন ৯ মিনিটের সেই দীপাবলি উৎসবে। ছবি: ইনস্টাগ্রাম

সনি পিকচার্স এ জন্য বেশ কয়েকটি সুপারমার্কেট ও মুদি ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করেছে। ইতিমধ্যে কুপন বিতরণ করা হয়েছে। তা ছাড়া আর্থিক সহায়তার ব্যবস্থাও আছে। ২০১০ সাল থেকে সনি টিভিতে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন ৭৭ বছর বয়সী বলিউডের এই শাহেনশাহ। আর বচ্চন পরিবারের প্রায় সবাই কল্যাণ জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।

এদিকে ‘ফ্যামিলি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে দেখা দেবেন অমিতাভ। এতে করোনাভাইরাসে ঘরে থাকা, স্বাস্থ্যবিধি বজায় রাখা ও সামাজিক দূরত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কঠিন সময়ে মানুষের সহনশীলতার বিষয়টি উঠে আসবে ছবিটিতে। এতে আরও অংশ নিয়েছেন রজনীকান্ত, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, সোনালি কুলকার্নি, দিলজিৎ দোসাঞ্জ, চিরঞ্জীবী, মোহনলাল, মামুতি, শিব রাজ কুমার ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ ৬ এপ্রিল এটি সনি নেটওয়ার্কে প্রচার হবে।