শুটিং থেকে ফিরে 'লকড' পরীমনি

পরীমনি। ছবি: সংগৃহীত
পরীমনি। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরতে হয়েছে পরীমনিকে। শুটিং শেষে বনানীর বাসায় পুরোপুরি নিজেই নিজেকে ‘লকড’ কিংবা ঘরবন্দী করেছেন বলে জানালেন আলোচিত এই চিত্রনায়িকা। বুধবার দুপুরে ‘প্রথম আলো’কে এমনটাই জানালেন পরীমনি।

ব্যাক টু ব্যাক দুটি সরকারি অনুদানের ছবির শুটিং শুরু করেন পরীমনি। একটি হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১: সেই সব দিন’, অন্যটি আবু রায়হানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। প্রথম ছবিটি করতে গিয়ে হঠাৎ করেই পরিচালক কামরুজ্জামানকে বিয়ে করেন পরীমনি। দ্বিতীয় ছবিটির শুটিংয়ের সময় বিয়ের বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে সবার সামনে আনেন তিনি নিজেই। বিয়ের পর ছবির শুটিংয়ে সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করেন।

করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে টানা শুটিং শেষে ৫ এপ্রিল সুন্দরবন থেকে ঢাকায় ফেরেন পরীমনি। ঢাকায় ফিরে পরীমনি এখন কেমন আছেন, কীভাবে সময় কাটছে জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘আমি একদম “লকড”। অবশ্য শুটিংয়ের সময়েও আমরা খুব সাবধানে আর নিরাপদে থাকার যথেষ্ট চেষ্টা করেছি।’

পরীমনি। ছবি: সংগৃহীত
পরীমনি। ছবি: সংগৃহীত

বনানীর বাসায় এখন কীভাবে সময় কাটছে জানতে চাইলে পরীমনি বলেন, ‘‌নতুন সব ছবির চিত্রনাট্য পড়ছি। সিনেমা দেখছি। ওয়েব সিরিজ দেখছি। নিত্যনতুন রান্না করছি। রান্না করতে আমার খুব ভালো লাগে। এত দিন টানা শুটিং করার কারণে চাইলেও রাত জাগা যাচ্ছে না। তা ছাড়া একটা শুটিং থেকে ফিরলে সেই চরিত্র থেকে বের হতেও একটা সময় লাগে। আমি এখনো সেই চরিত্রের মধ্যে আছি। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সময় খুব কম দিচ্ছি। এসবে এখন কেমন জানি হতাশ লাগে।’

আপনি তো কিছুদিন আগে বিয়ে করেছেন। ঢাকায় এসে এখন দুজনে থাকছেন দুই দিকে। পরীমনির মতে, ‘জীবন আর সুস্থ থাকাটা সবকিছুর আগে। আগে এই সংকটের সময়টা কেটে যাক।’

স্বামী কামরুজ্জামানের সঙ্গে পরীমনি। ছবি: সংগৃহীত
স্বামী কামরুজ্জামানের সঙ্গে পরীমনি। ছবি: সংগৃহীত

পরীমনির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হচ্ছেন তাঁর নানা। করোনাভাইরাসের এই দিনটিতে তাঁর কুশল জিজ্ঞেস করতেই বলেন, ‘নানু গ্রামের বাড়িতে আছেন। সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ।’

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটিতে পরীমনি ছাড়া আরও অভিনয় করছেন সিয়াম আহমেদ, তানভীর, আজাদ আবুল কালাম, শহিদুল আলম সাচ্চু, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশুশিল্পী।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনো মুক্তি পায়নি ছবিটি। পরীমনি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’, ‘স্বপ্নজাল’ ইত্যাদি।