১ লাখ ২০ হাজার প্যাকেট খাবার দিচ্ছেন হৃতিক

হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রাম
হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রাম

করোনায় হতবিহ্ববল হয়ে পড়েছেন দিনমজুর আর নিম্নবিত্তরা। বলিউড তারকা হৃতিক রোশন এবার ১ লাখ ২০ হাজার খাবার দেবেন অসহায় বয়স্ক মানুষ, বেকার হয়ে পড়া দৈনিক দিনমজুর এবং দরিদ্র্য মানুষকে।

এই কাজে এই ‘ধুম’, ‘কৃষ’, ‘ওয়ার’ তারকাকে সাহায্য করবে ‘অক্ষয় পাত্র’ নামে একটি ফাউন্ডেশন। মঙ্গলবার এই সংস্থার অফিসিয়াল পেইজ থেকে একটা টুইটের মাধ্যমে এই খবর জানায়। হৃত্বিকের অনুদান পেয়ে তাঁর প্রশংসাও করেছে এই প্রতিষ্ঠা, ‘সুপারস্টার হৃত্বিক রোশন আমাদের সংস্থাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন। আমরা সবাই মিলে ১ লাখ ২০ হাজার প্যাকেট খাবার বিলি করতে পারব। যতদিন না সব স্বাভাবিক হচ্ছে, ততদিন ভারতের বৃদ্ধাশ্রম, বস্তিগুলোতে এই খাবার বিলি করা হবে।'

এদিকে হৃতিকও এই ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেছেন। লিখেছেন, এই সংস্থার কর্মীরা একেবারে নিচু স্তরের মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছেন। এরাই আসল সুপারস্টার।

হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রাম
হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রাম

হৃতিক সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহ্বান জানিয়ে আরও লিখেছেন, ‘আসুন, যতটা সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়াই। কোন অনুদানই খুব বেশি বা খুব কম নয়। প্রতিটা পয়সা গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ভালো থাকবেন।’

একজন টুইট ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা হৃতিক রোশনকে স্যালুট জানাই। যে কোন কিছুর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাবার। একজন ভারতীয় হিসেবে আমি হৃতিক রোশনের কাছে কৃতজ্ঞ।’

হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রাম
হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রাম

এর আগে ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। বলিউড ‘বাদশা’ শাহরুখ খানও কম যান না। বিভিন্নভাবে তিনি মানুষের এই কঠিন দুঃসময়ে এগিয়ে এসেছেন। প্রায় ১ লক্ষ দিনমজুরের ঘরে মাসিক রেশন দেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এদিকে নরেন্দ্র মোদির পিএম কেয়ার ফান্ডে অসংখ্য বলিউড তারকা তাঁদের সাধ্যমতো সাহায্য করেছেন। অক্ষয় কুমার একাই দিয়েছেন ২৫ কোটি রুপি।