২৫ কোটির পর আবার অক্ষয়ের ৩ কোটি

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে অর্থ উপার্জনকারী তারকা ৫২ বছর বয়সী অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম
এই মুহূর্তে বলিউডের সবচেয়ে অর্থ উপার্জনকারী তারকা ৫২ বছর বয়সী অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম

ভারত সরকারের ত্রাণ তহবিলে ২৫ কোটি রুপি দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন অক্ষয় কুমার। আর এবার ৩ কোটি রুপি দিলেন বৃহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) কে। মানুজশ আর করোনার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানো কর্মীদের মাস্ক, পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), করোনা পরীক্ষার র‌্যাপিড টেস্টিং কিট- প্রভৃতি কেনা হবে এই অর্থ দিয়ে। চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

২০১৯ সালের আগস্টে পেইজ সিক্স জানিয়েছিল, ডোয়াইন জনসন, ক্রিস হেমসওয়ার্থ, রবার্ট ডাউনি জুনিয়রের পরে বিশ্বের সবচেয়ে অর্থ উপার্জনকারী তারকার নাম অক্ষয় কুমার। ‘বলিউডের খিলাড়ি’ অক্ষয় কুমার ২০১৮ সালে আয় করেছিলেন ৫৪৯ কোটি ৭৭ লাখ টাকা। আর ২০১৯ সালে তিনি বলিউডের সবচেয়ে অর্থ উপার্জনকারী অভিনেতা তিনিই। তাঁর ‘কেসরি’, ‘মিশন মঙ্গল’, ‘হাউসফুল ফোর’ ও ‘গুড নিউজ’। এই চারটি ছবি প্রায় ১ হাজার কোটি রুপি তুলে এনেছে বক্স অফিস থেকে।

অক্ষয়ের হ্যাশট্যাগ ‘দিল সে থ্যাংক ইউ’ ট্রেন্ডে সাড়া দিয়েছেন ভূমি পেড়নেকর। ছবি: ইনস্টাগ্রাম
অক্ষয়ের হ্যাশট্যাগ ‘দিল সে থ্যাংক ইউ’ ট্রেন্ডে সাড়া দিয়েছেন ভূমি পেড়নেকর। ছবি: ইনস্টাগ্রাম

বিএমসি এবং মুম্বই পুলিশ ছাড়াও এই সময়ে জরুরি প্রয়োজনের সঙ্গে যুক্ত প্রত্যেক কর্মীকে ধন্যবাদ জানিয়ে টুইটও করেছেন অক্ষয়। হ্যাশট্যাগ ‘দিল সে থ্যাঙ্ক ইউ’ লেখা প্ল্যাকার্ড নিয়ে নিজের ছবি পোস্ট করেছেন তিনি। ভিডিও করে বার্তা দিয়েছেন, ‘আমার এক পুলিশ বন্ধু আমাকে বলল, "তোমরা ঘর থেকে বাইরে যেতে ভয় পাচ্ছ। আর আমরা বাইরে থেকে ঘরে যেতে ভয় পাচ্ছি। আমাদের পরিবার যেন আমাদের জন্য করোনায় না আক্রান্ত হয়।" এই কথাটা আমাকে ভাবিয়েছে। এমন বিপদের মধ্যেও পুলিশ, ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক, সরকারী কর্মকর্তা, সবজিওয়ালাসহ আমাদের সুরক্ষিত রাখার জন্য যাঁরা দিনরাত পরিশ্রম করে চলেছেন, তাঁদের মন থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও চাইলে এই মানুষগুলোকে এভাবে "হ্যাশট্যাগ দিল সে থ্যাংক ইউ" লিখে পোস্ট করতে পারেন।’

অক্ষয়ের হ্যাশট্যাগ ‘দিল সে থ্যাংক ইউ’ ট্রেন্ডে সাড়া দিয়েছেন কারিশমা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
অক্ষয়ের হ্যাশট্যাগ ‘দিল সে থ্যাংক ইউ’ ট্রেন্ডে সাড়া দিয়েছেন কারিশমা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

অক্ষয়ের এই পোস্টের পরেই অন্যান্য তারকারাও মুম্বাই পুলিশ, ডাক্তার ও অন্যান্য কর্মী যাঁরা করোনার ভিতরেও নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন, তাঁদেরকে ধন্যবাদ জানিয়ে ফলো করতে থাকে এই হ্যাশট্যাগ ‘দিল সে থ্যাংক ইউ’ ট্রেন্ড। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, ভূমি পেড়নেকর, সোনালী বেন্দ্রে, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশী, শিল্পা শেঠি, রাভিনা ট্যান্ডন, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, করিশ্মা কাপুর, দায়ানে পেন্টিসহ আরও অসংখ্য তারকা নিজেদের ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা জানিয়েছেন।

অক্ষয়ের হ্যাশট্যাগ ‘দিল সে থ্যাংক ইউ’ ট্রেন্ডে সাড়া দিয়েছেন ডায়ানা পেন্টি। ছবি: ইনস্টাগ্রাম
অক্ষয়ের হ্যাশট্যাগ ‘দিল সে থ্যাংক ইউ’ ট্রেন্ডে সাড়া দিয়েছেন ডায়ানা পেন্টি। ছবি: ইনস্টাগ্রাম

এই হ্যাশট্যাগ ট্রেন্ড শুরু হওয়ার আগেই অবশ্য আলিয়া ভাট মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছিলেন। যার জবাবে মুম্বই পুলিশের পাল্টা টুইট ইন্টারনেটে সাড়া ফেলে দেয়। সেই টুইটে লেখা ছিল, ‘মুম্বইবাসীরা, আশা করি আপনারা সকলে মিস আলিয়া ভাটের পরামর্শে ‘রাজ়ি’ হয়ে ‘গাল্লি’তে অকারণ ঘোরাফেরা করবেন না, আর নিজেদের ‘ডিয়ার জ়িন্দেগি’র খেয়াল রাখবেন!’