অনলাইনেই টিভি তারকাদের বর্ষবরণ

জাহিদ হাসান। ছবি: ফেসবুক
জাহিদ হাসান। ছবি: ফেসবুক

বর্ষবরণ উপলক্ষে ‘অভিনয় শিল্পী সংঘ, বৈশাখী তরঙ্গ-১৪২৭’ স্লোগান সামনে রেখে ‘বৈশাখী তরঙ্গ’ নামের অনলাইনভিত্তিক একটি অনুষ্ঠানের আয়োজন করছেন অভিনয় শিল্পী সংঘ। অনুষ্ঠানের ব্যাপ্তি দুই ঘণ্টা। তবে সময় বাড়ার সম্ভাবনা রয়েছে। এটি লাইভ প্রচার হবে শিল্পীদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলবে তারকাদের অনুষ্ঠান। ছোট পর্দার বিভিন্ন তারকার অভিনয়, গান, গল্প, নাচ, রান্নাসহ মজার মজার ঘটনা দিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। করোনায় সতর্কতার এই সময়ে ঘরে থাকা দর্শকদের বিনোদন দিতেই এই আয়োজন।

তৌকীর আহমেদ। ছবি: ফেসবুক
তৌকীর আহমেদ। ছবি: ফেসবুক

‘আমাদের তারকাদের নিয়ে আড্ডা, গান, নাচ, রান্নাসহ বিভিন্ন অনুষ্ঠান থাকবে, থাকবে মজার আলাপ-আলোচনা, কৌতুকাভিনয় এবং করোনা নিয়ে সতর্কতা। সবাইকে ঘরে বসে পয়লা বৈশাখের বিনোদন দিতেই এ রকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছি।’ বললেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম। তিনি আরও বলেন, ‘এখানে আমাদের উল্লেখযোগ্য যেসব অভিনয়শিল্পী আছেন, তাঁদের মধ্যে অনেকেই ঘরে বসে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন। পুরো অনুষ্ঠান একই সময়ে ইউটিউবে সরাসরি দেখতে পারবেন।’

মোশাররফ করিম। ছবি: ফেসবুক
মোশাররফ করিম। ছবি: ফেসবুক

অনুষ্ঠানে কী কী ধরনের পরিবেশনা থাকবে জানতে চাইলে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম বলেন, ‘এখন অনলাইনের যুগ। আমাদের দীর্ঘদিন দেখা হচ্ছে না। কার কেমন সময় কাটছে, কে কী করছেন, তা নিয়েই বছরের নতুন দিনে এই আয়োজন। এই আয়োজনে ঘরে থেকে দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করবেন আমাদের তারকারা। আমাদের অভিনেতাদের মধ্যে যাঁরা গান করেন তাঁদের অংশগ্রহণ থাকবে। যাঁরা মজার মজার কথা বলতে পারেন, তাঁরা আছেন। যাঁরা নাচ করেন, তাঁদেরও অংশগ্রহণ থাকবে। বিনোদনের পাশাপাশি দর্শকদের করোনা নিয়ে সতর্ক করা হবে।’

নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুক
নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুক

অনুষ্ঠানটি আয়োজন সম্পর্কে অভিনয় শিল্পী সংঘের অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘করোনার এই সময়ে আমরা মানসিকভাবে কেউ-ই ভালো নই। এর মাঝেই আমাদের ঘরে বসে বর্ষবরণ করতে হচ্ছে। এই দুঃখের মাঝেও আমরা আনন্দের খোরাকটুকু ঘরে বসে যেন পেতে পারি, সেই জায়গা থেকেই শিল্পী সংঘের এই উদ্যোগ। শিল্পী এবং দর্শককে মানসিকভাবে প্রফুল্ল করার চেষ্টা করছি আমরা।’

মম। ছবি: ফেসবুক
মম। ছবি: ফেসবুক

অভিনয় শিল্পী সংঘের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজাত শিমুল বলেন, ‘অনুষ্ঠানটি শিল্পীদের অফিশিয়াল ফেসবুক পেজ ‘অ্যাক্টরস ইকুইটি বাংলাদেশ’ এবং ‘অ্যাক্টরস ইকুইটি’ ইউটিউব চ্যানেল থেকে দর্শকেরা সরাসরি দেখতে পারবেন। একই সঙ্গে অ্যাক্টরস ইকুইটি ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইলে প্রোগ্রামটির একটি পোস্ট দেওয়া থাকবে। সেখান থেকে দর্শক দেখতে এবং শেয়ার করতে পারবেন।

নাদিয়া আহমেদ। ছবি: ফেসবুক
নাদিয়া আহমেদ। ছবি: ফেসবুক

জানা গেছে, অনলাইনের এই সরাসরি অনুষ্ঠানে গান গাইবেন তাহসান খান, রাহুল আনন্দ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, স্বাগতা, জামিল প্রমুখ। নাচে অংশ নেওয়ার কথা আছে নাদিয়া আহমেদ, শামীমা তুষ্টির। অনলাইনে এই অনুষ্ঠানে জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মম, মোশাররফ করিম, আহসাব হাবীব নাসিম, মৌ, আনিসুর রহমান মিলন, রওনক হাসান, মিশু সাব্বির, সিয়াম আহমেদসহ দেশের প্রায় ৫০ জন অভিনয়শিল্পী অংশ নেবেন। অনুষ্ঠান কমিটির সমন্বয়কারী রওনক হাসান। এই অনুষ্ঠান কমিটির সদস্য হিসেবে আছেন আজাদ আবুল কালাম, বন্যা মির্জা, প্রাণ রায়, রাশেদ মামুন অপু ও সুজাত শিমুল। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকবেন সাজু খাদেম।

চঞ্চল চৌধুরী: ছবি: ফেসবুক
চঞ্চল চৌধুরী: ছবি: ফেসবুক