করোনায় কণ্ঠশিল্পীর মৃত্যু

বীণা মজুমদার। ছবি: সংগৃহীত
বীণা মজুমদার। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেলেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় পল্লিগীতি শিল্পী বীণা মজুমদার। নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মিলি সুলতানা।

গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিলি সুলতানা লিখেছেন, ‘করোনার মুহুর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীণা মজুমদার। আল্লাহ তাঁকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’

দীর্ঘদিন ধরে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন বীণা মজুমদার। কয়েক বছর আগে কিছুটা অসুস্থ অবস্থাতেই যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। সেখানকার চিকিৎসায় খানিকটা সুস্থ্য হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত করোনাভাইরাস কেড়ে নিল তাঁর প্রাণ।

বীণা মজুমদার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লিগীতি শিল্পী ছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত বাংলাদেশের সংগীতাঙ্গনে। তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সংগীতশিল্পীদের সংঘ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল।