সেই কনসার্টটি আজ রাতে

লেডি গাগা। ছবি: রয়টার্স
লেডি গাগা। ছবি: রয়টার্স

অনলাইন কনসার্ট ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ আজ রাত ১২টায়। বিশ্ব স্বাস্থ্যসংস্থার জন্য তহবিল সংগ্রহ করতে এ কনসার্টের উদ্যোগ নিয়েছেন পপ গায়িকা ম্যাডোনা। পৃথিবীর খ্যাতিমান সব শিল্পী নিজের বাড়িতে বসেই এ কনসার্টে পরিবেশন করবেন। সেই দলে আছে রোলিং স্টোনের মতো ব্যান্ড, বিলি আইলিশের মতো শিল্পী।

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পপ সুপারস্টার লেডি গাগা এ কনসার্টের সমন্বয় করছেন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য ৩০০ কোটি টাকার বেশি জোগাড় করে ফেলেছেন। এ কনসার্টে যোগ দেবেন নানা দেশের খ্যাতিমান সব তারকা। তাঁদের মধ্যে আছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, এলটন জন, পল ম্যাককার্টনি, স্টিভি ওয়ান্ডার প্রমুখ।

কনসার্টে আরও দেখা যাবে অ্যালানিস মরিসেট, কেসি মাসগ্রেভস, লিজো, গায়ক আন্দ্রেয়া বোসেলি, জন লিজেন্ড, কিথ আরবান, পার্ল জ্যাম ব্যান্ডের এডি ভেডার, গ্রিন ডে ব্যান্ডে বিলি জো আর্মস্ট্রং, কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন, র‌্যাপার বার্না বয়, মালুমা, জে বালবিন, চীনা পিয়ানোশিল্পী ল্যাং ল্যাং, অভিনয়শিল্পী কেরি ওয়াশিংটন, অভিনেতা ইদ্রিস অ্যালবা, ফুটবলার ডেভিড বেকহামদের।

বিবিসিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে আজ সরাসরি দেখা যাবে কনসার্টটি। এটি সঞ্চালনা করবেন ‘দ্য টুনাইট শো’র জিমি ফ্যালন, ‘জিমি কিমেল লাইভ’–এর জিমি কিমেল ও ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’-এর স্টিফেন কোলবার্ট। সূত্র: বিবিসি