নিজের রান্না ডাল খেয়ে নিজেই মুগ্ধ রিচা

রিচা চাড্ডার। ছবি: ইনস্টাগ্রাম
রিচা চাড্ডার। ছবি: ইনস্টাগ্রাম

২০০৮ সালে ওয়ে লাকি! লাকি ওয়ে! সিনেমার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে রিচা চাড্ডার। গ্যাংস অব ওয়াসিপুর, মাসান, ফুকরে, সর্বজিৎ, লাভ সোনিয়া প্রভৃতি চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিনের লকডাউনে কোয়ারেন্টিনে ঢুকে পড়েছে পুরো ভারত। ঘরেই সময় কাটছে ৩৩ বছর বয়সী রিচা চাড্ডার। নিজেই ঘরের সব কাজ করছেন। দুই বেলা রান্না করছেন। বই পড়ছেন, অনলাইনে নাচ শিখছেন, সিনেমা দেখছেন। নিয়ম করে ব্যায়াম করছেন। কোয়ারেন্টিন থেকে জানলেন, 'আমি যে এত ভালো রান্না করি, এটা তো আগে জানতাম না। বিশেষ করে, নিজের রান্না ডাল খেয়ে আমি নিজেই মুগ্ধ।'

রিচা চাড্ডার। ছবি: ইনস্টাগ্রাম
রিচা চাড্ডার। ছবি: ইনস্টাগ্রাম

কী সবচেয়ে ভালো রান্না করেন? ফিল্মফেয়ারের এমন প্রশ্নের উত্তরে রিচা জানান, অন্যরা নাকি ইনস্ট্যান্ট নুডলস আর কফি খাচ্ছে। কিন্তু তিনি সুন্দর খিচুড়ি রান্নায় পারদর্শী হয়ে উঠছেন। করোনাকাল শেষ হলে রিচা বিচে দৌড়াবেন আর লং ড্রাইভে যাবেন। কোয়ারেন্টিন নিজের পরিবার আর হবু বর আলী ফজলের সঙ্গে কাটাতে চান। করোনা নিয়ে রিচার বক্তব্য, 'এই দুঃসময় আমাদেরই কর্মফল। করোনা প্রাকৃতিক নয়, আমি বলব মানবসৃষ্ট। করোনাকে আমরাই ডেকে এনেছি। আমি বিশ্বাস করি, আমরা জীবনে যা যা কর্ম করব, জীবনেই আমাদের সেই কর্মফল ভোগ করে যেতে হবে। আর আমরা পরিবেশ, প্রকৃতির সঙ্গে যে আচরণ করেছি, সেটিই ফল ভোগ করতে হচ্ছে। এটিই স্বাভাবিক। এখনো যদি আমরা শুধরে না নিই, তাহলে আরও বড় দুর্ভোগ আমাদের প্রাপ্য।'