খেতে ভালোবাসেন শ্রদ্ধা , তবে ভাজাপোড়া না

শ্রদ্ধা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
শ্রদ্ধা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

ফেব্রুয়ারিতে বলিউডে শ্রদ্ধা কাপুরের ১০ বছর পূর্ণ হয়েছে। ২৬ এপ্রিল তাঁর প্রথম হিট ছবি আশিকি টুর ৭ বছর পূর্ণ হয়েছে। ২০১৩ সালে মাত্র ১৫ কোটি খরচ করে বানানো এই ছবির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি ৩৩ বছর বয়সী শ্রদ্ধা কাপুরকে। এরপর কেবল তরতর করে এগিয়েছেন। বক্স অফিস থেকে আশিকির এই সিক্যুয়েল তুলে এনেছিল ১০৯ কোটি রুপির বেশি অর্থ। ২০২০ সালে শ্রদ্ধা কাপুরের বাঘি থ্রি ও স্ট্রিট ড্যান্সার থ্রি-ডি ছবিতে গ্ল্যামারাস শ্রদ্ধা কাপুরকে দর্শক পছন্দ করেছেন। ২০১৯ সালেও শ্রদ্ধা কাপুর উপহার দিয়েছেন সাহো ও ছিছোরের মতো তুমুল হিট ছবি। সেখানেও শ্রদ্ধা কাপুর রূপে, অভিনয়ে জয় করেছেন দর্শকহৃদয়। তাই তিনি কীভাবে শরীরচর্চা আর রূপচর্চা করেন, তাঁর খাদ্যাভ্যাস কী, এসব প্রশ্ন ভক্ত আর দর্শকদের মুখে মুখে। শ্রদ্ধার মুখ থেকেই তাঁর ফিটনেসের রহস্য উদ্ধার করে প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে মিড ডে।

শ্রদ্ধা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
শ্রদ্ধা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

তবে সাক্ষাৎকারে শ্রদ্ধা কাপুর এমন বিশেষ কোনো টোটকা দেননি, যা খেলে বা মাখলে আপনি রাতারাতি শ্রদ্ধা কাপুরের মতো হয়ে যাবেন। বলেছেন, কঠোর ডায়েটের নিয়ম মানার মানুষ নন তিনি। কারণ, তিনি নাকি খেতে খুবই ভালোবাসেন। শ্রদ্ধা বলেন, 'পুষ্টিবিদের তালিকা মেনে খাওয়া আমার মোটেও পছন্দ নয়। কারণ, আমি আমার পেটকে সুখী রাখতে চাই। বলতে সংকোচ নেই, আমি খেতে ভালোবাসি। তবে হ্যাঁ, আমি ভাজাপোড়া বা বাইরের খাবার খুবই কম খাই। খেলেও সেই ক্যালরি গায়ে জমতে দিই না। সঙ্গে সঙ্গে জিম করে পুড়িয়ে ফেলি।'