বড় তাড়াতাড়ি চলে গেলেন স্যার

হলিউড–বলিউডে যার এত প্রতাপ, সেই অভিনেতা, ইরফান খান অভিনয় করেছিলেন বাংলাদেশের সিনেমা 'ডুব'-এ। মানুষের প্রিয় এ অভিনেতার প্রয়াণের খবরে গতকাল সকাল থেকেই বাংলাদেশের বিনোদন অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। আজও সেই চিত্র ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুধবার ঘুম ভেঙে এ খবর শোনার পর 'ডুব' ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, 'ঘুম ভেঙেই এক হৃদয়ভাঙা খবর!' এ ছাড়া লিখেছেন অনেকে। সেসব লেখা যেন কেবল শোকবার্তা নয়, প্রিয়জন হারানোর আর্তনাদও।

চলচ্চিত্র অঙ্গনের তারকাদের মধ্যে অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, 'বড় তাড়াতাড়ি চলে গেলেন স্যার। কঠিন সময়ে কষ্ট, দুঃখ আরও নিবিড় করে গেলেন। অসাধারণের চলে যাওয়া, আমাদের মতো সাধারণ মানুষের কাছে তীব্র বেদনার। ভালো থাকবেন শিল্পী...।' অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, 'এ কেমন দুঃসংবাদ! এত বড় একজন অভিনেতার অকালপ্রয়াণ! বিদায় ইরফান খান। আপনি বেঁচে থাকবেন, আপনার শিল্পে...আপনার কর্মে...শ্রদ্ধা...।'

ইরফান খান। ছবি:সংগৃহীত
ইরফান খান। ছবি:সংগৃহীত

পরিচালক দীপংকর দীপন লিখেছেন, 'ইরফান খানের সাথে আমার প্রথম প্রেম। আজ মুভিটা খুব মনে পড়ছে, কী ভীষণ মিল ইরফান খানের জীবনের সাথে।' নায়ক ওমর সানী লিখেছেন, 'শিল্পীর কোনো দেশ নেই, শিল্পী সবার। আমি তাঁকে কোনো দিন দেখিনি, হৃদয় বলছে আমার বন্ধু ও আমার ভাই অসাধারণ অভিনেতা ইরফান খান। চলচ্চিত্রে আমার পরে এসেছে, তারপরও বলি, অসাধারণ অভিনেতা। এককথায় বলব স্যার সমতুল্য, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।' নায়িকা বুবলী লিখেছেন, 'আমরা খুব তাড়াতাড়ি একজন ভীষণ মেধাবী, শক্তিমান ও চমৎকার অভিনেতাকে হারালাম। আপনার আত্মা শান্তি পান।'

টেলিভিশন তারকাদের মধ্যে তারিক আনাম খান লিখেছেন, 'ইরফান, তোমাকে ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু সব সময় গর্ব বোধ করি যে আমরা দুজনেই একই প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অব ড্রামায় (এনএসডি) পড়েছি। সব এনএসডিয়ানকে গর্বিত করার জন্য তোমাকে স্যালুট। স্যালুট জানাই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য। আমাদের সময়ের নিখুঁততম অভিনেতা হিসেবে তোমাকে সব সময় মনে রাখব। শ্রদ্ধা। শান্তিতে ঘুমাও।' শাহনাজ খুশি লিখেছেন, 'অভিনেতা বা শিল্পীর কোনো দেশ, ভাষা, ধর্মের সীমারেখা থাকে না। কর্মগুণেই তিনি স্বজন হয়ে ওঠেন! আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি স্যার! বড় অসময়ে চলে গেলেন আপনি! সত্যি আমি অনেক দিন পর কাঁদছি।'

শবনম ফারিয়া । ছবি:সংগৃহীত
শবনম ফারিয়া । ছবি:সংগৃহীত

বিজরী বরকতুল্লাহ লিখেছেন, 'কাকতালীয়ভাবে গত রাতেই আপনার সিনেমা দেখে ঘুমিয়েছি আর সকালেই শুনলাম আপনি নেই। প্রস্তুত না থাকলেও জীবন আমাদের চমকে দেয়!'
যদিও আপনি ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন, কিন্তু আপনি এক অসাধারণ যোদ্ধা…একজন বড় অভিনেতা। কামনা করি, আল্লাহ তাঁকে জান্নাতে রাখবেন আর তাঁর পরিবারকে শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দেবেন। বলা হয়, জীবন একটা ফুলের বাগানের মতো। ঈশ্বর সেখান থেকে সবচেয়ে ভালো ফুলটি তুলে নেন। আজ বুঝলাম সেটা কতটা সত্য। ইরফান খান, আপনাকে মিস করব।' অভিনয়শিল্পী শবনম ফারিয়া লিখেছেন, 'আমার অন্যতম প্রিয় একজন অভিনেতা ইরফান খান আর নেই। আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দিন। কী অসাধারণ অভিনেতা ছিলেন তিনি।'

শারমীন সুলতানা সুমী। ছবি:সংগৃহীত
শারমীন সুলতানা সুমী। ছবি:সংগৃহীত

গানের মানুষদের মধ্যে শিল্পী রুনা লায়লা ইংরেজিতে লিখেছেন, 'বিদায় ইরফান খান। বিশ্ব একজন মহান মানুষ ও অভিনেতাকে হারাল। আপনার আত্মার শান্তি কামনা করি।' 'ডুব' সিনেমার জনপ্রিয় গান 'আহা রে জীবন' গেয়েছিলেন শারমীন সুলতানা সুমী। তিনি লিখেছেন, 'মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন! আজ আপনার জন্য সারা পৃথিবী কাঁদছে। ভালো থাকবেন মহানায়ক।' কোনাল লিখেছেন, 'দুঃখ, যন্ত্রণার ওপারের এক চমৎকার জায়গায় আপনার ঠাঁই হোক। প্রশান্তিতে থাকুন।'
বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে আরও অনেকেই শোকবার্তা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছোট্ট করে সাজু খাদেম লিখেছেন, 'অসময়ে বিদায়'। 'ডুব' ছবিতে ইরফানের সহশিল্পী রোকেয়া প্রাচী লিখেছেন, 'শিল্পীর জীবন এত কম সময়ের!' সিয়াম আহমেদ, 'রেস্ট ইন পিস ইরফান খান', আরিফিন শুভ লিখেছেন, 'রিপ ফেভরেট ওয়ান…ইউ উইল বি মিসড।'