মাস্ক পরে শ্মশানে তারকারা

বাবার শেষকৃত্যে রণবীর কাপুর। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
বাবার শেষকৃত্যে রণবীর কাপুর। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

পরিবারের অল্প কজন সদস্য ও বলিউডের স্বজনরা মিলে ঋষিকে নিয়ে গেছেন শ্মশানে। সেখানে বলিউড তারকাদের অনেককেই দেখা গেছে সাদা পোশাকে। তাঁদের মুখ ছিল মাস্কে ঢাকা, আর দুই হাতে ছিল গ্লাভস। কেবল জামা বদলানোর সময় পাননি ছেলে রণবীর কাপুর। হাতের কাছে যে ডেনিম ছিল, সেগুলো গায়ে চড়িয়েই বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর আয়োজনে উপস্থিত ছিলেন তিনি।

ঋষি কাপুরের বিদায়বেলা ভিডিওতে ধরে রাখছেন আলিয়া ভাট। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
ঋষি কাপুরের বিদায়বেলা ভিডিওতে ধরে রাখছেন আলিয়া ভাট। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

আজ বৃহস্পতিবার ফুলসজ্জিত একটি অ্যাম্বুলেন্সে করে বলিউড তারকা ঋষি কাপুরকে নেওয়া হয় মুম্বাইয়ের চন্দনওয়ারি শ্মশানে। অভিষেক কাপুরকে দেখা গেছে, ঋষির দেহবাহী গাড়িটিকে পথ বাতলে দিচ্ছেন। কিংবদন্তি অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, অভিনেতা সাইফ আলী খান, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, আরমান জৈন, ধনকুবের অনিল আম্বানীসহ আরও অনেকে।

অ্যাম্বুলেন্সকে পথ দেখিয়ে আনছেন অভিষেক বচ্চন। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
অ্যাম্বুলেন্সকে পথ দেখিয়ে আনছেন অভিষেক বচ্চন। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

যাঁরা আসতে পারেননি, তাঁরা লিখেছেন টুইটারে। ঋষিকে জানিয়েছেন শেষ শ্রদ্ধা। জ্যাকুলিন ফার্নান্দেজ লিখেছেন, “‘হাউসফুল টু” ছবির শুটিংয়ের দিনগুলোর কথা আমি কখনো ভুলব না। আপনার সঙ্গে কাজের এই সুযোগটা আমার জন্য অনেক সম্মানের ছিল। শান্তিতে থাকুন ঋষিজি।’

কারিনা কাপুর ও সাইফ আলী খান। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
কারিনা কাপুর ও সাইফ আলী খান। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

অক্ষয় কুমার লিখেছেন, ‘মনে হচ্ছে যেন একটা দুঃস্বপ্নের ভেতরে আছি। ঋষি কাপুরজির মৃত্যুর খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। তিনি একজন কিংবদন্তি, বলিউড পরিবারের বড় মাপের শিল্পী ও ভালো বন্ধু। তাঁর পরিবারের প্রতি সমবেদনা।’

প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘হৃদয়টা ভারী হয়ে গেল। এ যেন একটা শতকের প্রয়াণ। ঋষিজির মতো মেধাবী ও মহৎ মানুষ আর পাওয়া যাবে না। আপনাকে কাছ থেকে জানা একটা বিরাট সুযোগ। নিতু ম্যাম, রিদ্ধিমা, রণবীর ও পুরো পরিবারের জন্য সমবেদনা।’

ঋষির মরদেহ নিয়ে শ্মশানে যাচ্ছে অ্যাম্বুলেন্স। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
ঋষির মরদেহ নিয়ে শ্মশানে যাচ্ছে অ্যাম্বুলেন্স। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

অনুপম খের লিখেছেন, ‘নির্ভীক, চনমনে, চিৎকার করে কথা বলা, এমন শিশুর মতো সরল মানুষ আমি আর দেখিনি। ঈশ্বর তাঁকে নিয়ে গেল। খুব গভীর এই বেদনা। চোখে জলও আসছে না।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস