ঘরে থেকে ক্লান্ত, মন ভালো রাখতেই মমর কাজ

মম। ছবি-সংগৃহীত
মম। ছবি-সংগৃহীত

লকডাউন শুরুর পর থেকে যে ঘরে ঢুকেছেন, এরপর আর বের হননি। ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন, তারপর দর্শকের মনের খোরাক, সাহস ও অনুপ্রেরণা জোগাতে এই লকডাউনেও কাজ করে যাচ্ছেন সময়ের গুণী অভিনয়শিল্পী জাকিয়া বারী মম। এরই মধ্যে তিনটি গানের দৃশ্যায়নে এবং ১০ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের একটি নাটকেও অভিনয় করেছেন।

‘এক সাথে’ শিরোনামের এই নাটকের পরিচালনা করেছেন নন্দিত অভিনয়শিল্পী ও পরিচালক আফজাল হোসেন। এই নাটকে দেশের অনেক অভিশিল্পীরা অভিনয় করেছেন। আফজাল হোসেনের এই কাজের সঙ্গে যুক্ত হওয়াটাকে বেশ বড়ভাবেই দেখছেন মম। বলেন, ‘সত্যি কথা বলেতে আফজাল আঙ্কেলের (আফজাল হোসেন) মতো এত বড় মাপের একজন মানুষ আমাকে তাঁর এই কাজে যুক্ত করেছেন, এটা অনেক খুশির। বেশ আনন্দ নিয়েই কাজটি করেছি।’
স্ট্রিমিং অ্যাপ জি-ফাইভের উদ্যেগে তৈরি ‘আবার জমবে মেলা’ গানের চিত্রায়ণে অংশ নিয়েছেন মম। ‘হার মানব না’ শিরোনামের আরেকটি গানের চিত্রায়ণেও অংশ নিয়েছেন তিনি। লকডাউন পরিস্থিতিতে এই কাজগুলো করার পেছনের কারণ প্রসঙ্গে মম বলেন, ‘শিল্পী হিসেবে আমি মানুষের মনের শক্তি বজায় রাখা আর মন ভালো রাখার এই কাজগুলোর সঙ্গে যুক্ত হয়েছি। কারণ, করোনার এই যুদ্ধে আমাদের জিততে হবেই। আমি কাউকে হারাতে চাই না।’

মম। ছবি-সংগৃহীত
মম। ছবি-সংগৃহীত

মম এ–ও বলেন, ‘লম্বা সময় ধরে ঘরে থাকতে থাকতে আমি ক্লান্ত। কাজগুলো অনেকে পছন্দ করেছে। ঘরে বসেও ভালো কাজ করতে পারলে আর দর্শকের কাছে তা ভালো লাগছে জানায় লকডাউনেও শান্তি লাগে। আমি নিজেও ভালো থাকি। এটা শুধু কাজ না, মানুষের প্রতি আমার দায়িত্বেরই অংশ এবং ভালোবাসা ছড়ানো।’