৭ দিনে নাগরিকে ২৯ সিনেমা

সালমান শাহ অভিনীত ছবিগুলোর মধ্যে থাকছে ‘কেয়ামত থেকে কেয়ামত’। ছবি: সংগৃহীত
সালমান শাহ অভিনীত ছবিগুলোর মধ্যে থাকছে ‘কেয়ামত থেকে কেয়ামত’। ছবি: সংগৃহীত

ঈদের ৭ দিনের বিশেষ অনুষ্ঠানমালায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক এবার ২৯টি বাংলা চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। মূলত সিনেমা নির্বাচনে নাগরিক শাকিব খান, মান্না, সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান ও কাজী মারুফ অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোকে প্রাধান্য দিয়েছে এই প্রতিষ্ঠানের অনুষ্ঠান বিভাগ।

এবারের আয়োজনে বড় চমক থাকছে ‘মীরা বাঈ’খ্যাত জেমসের বিখ্যাত গানের সিনেমা ‘নারীর মন’। ছবিটি এবারই প্রথম টেলিভিশনে প্রচার করা হবে বলে জানিয়েছেন নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু।

ঈদ অনুষ্ঠানমালায় সালমান শাহ অভিনীত ছবিগুলোর মধ্যে থাকছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘তুমি আমার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’ ও ‘তোমাকে চাই’।

শাকিব খান অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘মাই নেম ইজ খান’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’, ‘হিটম্যান’, ‘খোদার পরে মা’, ‘আমাদের ছোট সাহেব’, ‘মা আমার স্বর্গ’, ‘মনে প্রাণে আছো তুমি’ ও ‘চাচ্চু’।

দেখানো হবে রিয়াজ, শাবনূর ও শাকিল খান এই তিন জনপ্রিয় শিল্পী অভিনীত ‘বিয়ের ফুল’। ছবি: সংগৃহীত
দেখানো হবে রিয়াজ, শাবনূর ও শাকিল খান এই তিন জনপ্রিয় শিল্পী অভিনীত ‘বিয়ের ফুল’। ছবি: সংগৃহীত

মান্না অভিনীত ছবিগুলোর তালিকায় রয়েছে ‘আম্মাজান’, ‘স্বামী–স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘পিতা–মাতার আমানত’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘লাল বাদশা’ ও ‘জেল থেকে বলছি’।
রিয়াজ, শাবনূর ও শাকিল খান এই তিন জনপ্রিয় শিল্পী অভিনীত ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’ ও ‘ভয়ংকর বিষু’ প্রচারিত হবে ঈদের আয়োজনে। এর বাইরে রয়েছে ফেরদৌস-শাবনূর অভিনীত ‘প্রাণের মানুষ’ ও কাজী মারুফ অভিনীত ‘ইতিহাস’ ও ‘অন্ধকার’ সিনেমা দুটি। আর রয়েছে হুমায়ুন ফরীদি, এ টি এম শামসুজ্জামান ও রুবেল অভিনীত ‘ভন্ড’ সিনেমাটি।
নাগরিক টিভির পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ রাত থেকে ছবিগুলোর প্রচার শুরু হবে। ঈদের দিন থেকে সকাল ৮টায়, বেলা ১১টায়, বেলা ৩টায় এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই ছবিগুলো প্রচারিত হবে।

তালিকায় আছে কাজী মারুফ অভিনীত ‘ইতিহাস’। ছবি: সংগৃহীত
তালিকায় আছে কাজী মারুফ অভিনীত ‘ইতিহাস’। ছবি: সংগৃহীত

নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানিয়েছেন, ‘করোনা–ক্রান্তিতে সিনেমা হলগুলো বন্ধ থাকার কারণে সিনেমাপ্রেমী দর্শকদের আনন্দ দিতেই আমরা এবারে এতগুলো জনপ্রিয় সিনেমা প্রচারের উদ্যোগ নিয়েছি। প্রতিটি সিনেমাই দর্শক প্রিয় এবং মানুষ ঘরে বসে যেন প্রেক্ষাগৃহের আনন্দ পেতে পারেন, সে জন্য আমরা বিভিন্ন ধরনের সিনেমা প্রচার করতে যাচ্ছি। আশা করছি, দর্শকরা তাঁদের প্রিয় ছবিগুলো ঘরে বসে নাগরিকের পর্দায় উপভোগ করবেন।’