তাঁদের ঈদ কাটছে রান্নাঘরে

মেহজাবীন, কণা, মিম। ছবি: ফেসবুক থেকে
মেহজাবীন, কণা, মিম। ছবি: ফেসবুক থেকে

ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। তা হোক করোনাকালে, লকডাউনে। ঈদের মানে তো আর বদলে যায় না। ঈদের সেই আনন্দ উপভোগ করতে শত ব্যস্ততার মধ্যে ছোট ও বড় পর্দার বা সংগীত জগতের তারকারা ‘নিউ নরমাল’-এ ঘরেই কাটাবে ঈদ। তবে ঘরে থেকেই যতটা উদযাপন করা যায়, তার এতটুকুতেও ছাড় দেবেন না তারকারা। নিরাপদে থেকে, কাছের মানুষদের নিরাপদে রেখে যথাসম্ভব মনে রাখার মতো করে পালন করবেন এবারের ঈদুল ফিতর। 

এবারের চিত্র ভিন্ন। করোনাভাইরাসের প্রকোপের মধ্যে সব তারকা ঘরবন্দী। পছন্দের পোশাক কেনাকাটা তো দূরের কথা, বেরই হননি তেমন কোথাও। করোনার এই মহামারির মধ্যে ঈদের দিন সাজতেও অনেক তারকারই তেমন কোনো আগ্রহ নেই এবার। আগেকার কেনা, উপহার পাওয়া কিন্তু পরা হয়নি এমন সালোয়ার কামিজ বা শাড়ি পরেই ঈদ উদযাপন করবেন কেউ কেউ। 
শুধু তা-ই ই না, এবার অনেক তারকাই ঈদের দিন আছেন রান্না ঘরে। প্রতিবার কোনো কোনো তারকার চাঁদরাত পর্যন্ত টানা নাটকের শুটিং থাকে। তাই রান্না, আড্ডা ভুলে ঈদের দিনটা তাঁরা কাটান ঘুমিয়ে। আবার চলচ্চিত্রের তারকাদের ঈদে দিন ছবি মুক্তির কারণে সকালে ঘুম থেকে উঠেই ছুটতে হয় হল থেকে হলে। এর ফলে তাঁদের অনেকেরই বছরের এই একটা দিন ইচ্ছামতো কাটানোর সময় সুযোগ হয় না। কিন্তু করোনার দুর্যোগে এবার দুই মাস আগে থেকেই শুটিং, ছবি মুক্তি সব বন্ধ। তাই এবারের ঈদে অনেক তারকাকেই দেখা গেছে খুন্তি হাতে রান্নাঘরে।

ঈদে নতুন জামা কাপড় কেনা হয়নি বিদ্যা সিনহা মিমের। ছবি: ফেসবুক থেকে
ঈদে নতুন জামা কাপড় কেনা হয়নি বিদ্যা সিনহা মিমের। ছবি: ফেসবুক থেকে

মিমের ঈদ কাটছে রান্নাঘরে

দীর্ঘদিন ধরে ঈদ উদযাপন করে আসছেন বিদ্যা সিনহা মিম। প্রতিবছর নতুন জামা কেনা হয় মিমের। এই ঈদে নতুন জামাকাপড় কেনা হয়নি বিদ্যা সিনহা মিমের। তবে উপহার পেয়েছেন কয়েকটি। সেখান থেকে একটি কামিজ পরবেন ঈদের দিন। এর আগে ঈদের দিন কখনো রান্না করা হয়নি। এবার রান্নাঘরে গেছেন তিনি। মিম বলেন, ‘ঈদের ব্যস্ততার কারণে আগে কখনো ঈদের দিন রান্না করিনি। এবার অনেক দিন থেকে ঘরে বসা। ইউটিউবে রান্না শিখেছি। আজ ঈদের দিন দু-তিন পদের সেমাই রান্না করছি।’

ছোট পর্দার তারকা বড় মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে
ছোট পর্দার তারকা বড় মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

সাজগোজের ইচ্ছা নেই মেহজাবীনের 
ছোট পর্দার তারকা বড় মেহজাবীন চৌধুরী। ঈদের দিন সাজগোজ করার ইচ্ছা নেই তাঁর। আগে কিনে রাখা জামা পরেছেন ঈদের দিন। তবে রান্নাঘরে থাকবেন এবার।

ছোট পর্দার ব্যস্ততম এই নায়িকার প্রতিবার শুটিং থাকে চাঁদরাত পর্যন্ত। শুটিংয়ের ক্লান্তিতে ঈদের দিন নিজ হাতে বিশেষ কিছু রান্না আর হয়ে ওঠে না। এবারে শুটিংয়ের ব্যস্ততার বালাই নেই। ঈদের দিন রান্নাঘরে থাকবেন এই অভিনেত্রী। নিজ হাতে মুরগির রোস্ট তৈরি করবেন। বলেন, ‘শুটিংয়ের ব্যস্ততায় কোনো ঈদেই পছন্দের জিনিস রান্না করতে পারি না। এবার প্রচুর সময়। অনেক দিন ঘরে বসা। ইউটিউব থেকে কিছু রান্না শিখেছি। কয়েক দিন আগে আমার ইউটিউবের জন্য মুরগির রোস্টের একটি টিউটোরিয়াল বানিয়েছি। আজ আবার মুরগির রোস্ট করছি।’ 

গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে চলে গেছেন কণা। ছবি: ফেসবুক থেকে
গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে চলে গেছেন কণা। ছবি: ফেসবুক থেকে

কণার কাছে বেঁচে থাকাটাই পরম আনন্দের 
সংগীতশিল্পী কণা কিছুদিন আগে মা-বাবাকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে চলে গেছেন। ঈদ ওখানেই করবেন। তিনি জানালেন, ঈদে কোনো আনন্দ করতে চান না। এই দুর্যোগে বেঁচে থাকাটাই পরম আনন্দের বলে মনে করেন কণা। তিনি বলেন, ‘আনন্দ করে ঈদ পালনের ইচ্ছা নেই। নতুন জামাকাপড় কিনিনি। অনেক আগের কেনা কিন্তু পরা হয়নি, এমন একটি জামা পরব।’ ঈদের দিন নিজ হাতে কী রান্না করছেন? জানতে চাইলে এই সংগীত তারকা জানান, সেমাই, পায়েস ও বিরিয়ানি রান্না করার ইচ্ছা আছে।