'সালামি দেওয়ার পর পা ছেড়েছি'

টয়া ও শাওন। ছবি:প্রথম আলো
টয়া ও শাওন। ছবি:প্রথম আলো

২৯ ফেব্রুয়ারি ছোট পর্দার মডেল ও অভিনয়শিল্পী টয়ার সঙ্গে অভিনেতা শাওনের বিয়ে হয়। বিয়ের পর এবারই প্রথম ঈদ ছোট পর্দার এই তারকা জুটির। কিন্তু ঈদের দিনটি একেবারেই সাদামাটাভাবে উদযাপিত হলো। দুজন দুজনের বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে দিনটি পার করেছেন।

বিয়ের পর প্রথম ঈদ কেমন যাচ্ছে? গতকাল ঈদের দিন এই প্রশ্নের উত্তরে টয়া জানালেন, সাত দিন ধরে ঘরে বসে বসে চারটি নাটক ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তাঁরা দুজন। টানা কাজের কারণে অনেকটাই ক্লান্ত। বললেন, ‘চাঁদরাতে ১২টা পর্যন্ত আমার বাসায় শুটিং হয়েছে। এরপর আমি আমার বাসায় আর শাওন ওর নিজের বাসায় চলে যায়। টানা কাজে খুবই ক্লান্ত আমরা। ঈদের পুরো দিনটিই দুই বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি দুজন।’

এই অভিনেত্রী বলেন, ‘করোনার কারণে এই ঈদকে তো খুশির ঈদ বলা যাবে না। কোথাও ঘুরতে যাওয়া যাচ্ছে না। নতুন কোনো জামাকাপড় কেনা হয়নি। ঈদের তো কোনো আমেজই নেই।’

টয়া ও শাওন। ছবি:প্রথম আলো
টয়া ও শাওন। ছবি:প্রথম আলো

তারপরও ঈদের সালামি পেয়েছেন বা দিয়েছেন কাউকে? হাসতে হাসতে টয়া বলেন, ‘এখন আমি বড় হয়ে গেছি। এখন আমাকে কেউ সালামি দেয় না। তবে বাবা–মাকে সালাম করেছি। তাঁরা হয়তো দেবেন। এ ছাড়া শাশুড়ির কাছ থেকে পেয়েছি। শাওন দিয়েছে। শাওনের পা জড়িয়ে ধরে বসে ছিলাম। সালামি দেওয়ার পার ছেড়েছি। হা হা হা...।’

টয়ার সঙ্গে ঈদের দিন ও ঈদের পরের দিন অর্থাৎ আজ—এই দুই দিন আলাপ হয়। আজ জানা গেল, শাওন ও টয়ার শাশুড়ি গতকাল অর্থাৎ ঈদের আগের দিন রাতে নানা পদের মজাদার সব খাবার রান্না করে নিয়ে এসেছিলেন টয়ার বাসায়। তাঁর আর শাওনের বাসা আট–দশ মিনিটের রাস্তা। দুই পরিবারের সবাই একসঙ্গে ঈদের আগের রাতে খাওয়াদাওয়া করেছেন। তা ছাড়া দুই বাড়ির সবাই একসঙ্গে টিভিতে শাওন ও টয়া অভিনীত ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক ‘দূরে তবুও কাছাকাছি’ দেখেছেন। জানালেন, নাটকটি ঈদের আগের দিন বিকেল থেকে পর্যায়ক্রমে আটটি চ্যানেলে প্রচারিত হয়েছে।