বিনামূল্যে যেসব সিনেমা দেখা যাবে আজ

ইউটিউবে আয়োজন করা হলো ১০ দিনের চলচ্চিত্র উৎসব। ছবি: সংগৃহীত
ইউটিউবে আয়োজন করা হলো ১০ দিনের চলচ্চিত্র উৎসব। ছবি: সংগৃহীত

সাধারণত মে মাস এলে চলচ্চিত্র দুনিয়ার ঝলমলে চাদর চকচক করে ওঠে। এই চাদরে আলো দেওয়া শুরু করে কান চলচ্চিত্র উৎসব। কিন্তু করোনা মহামারিতে এবারের গ্রীষ্ম শুরু হলো ঝলমলে চলচ্চিত্র উৎসবগুলোর মলিন মুখ নিয়ে। কেউ কেউ ঘোষণা দিলেন বন্ধের তো কেউ বিকল্প পথের সন্ধানে। সারা বছর উন্মুখ হয়ে থাকা চলচ্চিত্রপ্রেমীরা হঠাৎ থমকে গেলেন গাড়িতে হঠাৎ ব্রেক কষার মতো।

কিন্তু ট্রাইবেকা এন্টারপ্রাইজ ও ইউটিউব যেন খুলে দিল নতুন স্বর্গের দ্বার। 'উই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল' নামে ইউটিউবে আয়োজন করা হলো ১০ দিনের চলচ্চিত্র উৎসব। কী নেই সেখানে? বিশ্বের ২১টি বাঘা বাঘা চলচ্চিত্র উৎসবের সঙ্গে নামকরা পরিচালকদের মাস্টারক্লাস তো আছেই।

আজ দেখতে পারেন যেসব সিনেমা

মাবো, টেলিভিশন চলচ্চিত্র, সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল

সি ফ্যাক্টরি সারাজোভো মোন আমৌর, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, সারাজেভো ফিল্ম ফেস্টিভ্যাল

দ্য ডাবল স্টেপস, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্যান সেনাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল

রন্দেভ্যুর সঙ্গে আলা দুলুর আলোচনা। কান ফিল্ম ফেস্টিভ্যাল

আমরিকা, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ওই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল

ট্র্যাম্বল অল ইউ ওয়ান্ট, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল

অ্যাংলির সঙ্গে কোরে এদা হিরোকাজুর আলোচনা। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল

ট্রাইবেকা টকস: ফ্রান্সিস ফোর্ড কপোলার সঙ্গে স্টিভেন সোডার্বার্গের আলোচনা। ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যাল।

গত ২৯ মে শুরু হওয়া এই উৎসব ১০ দিনের, চলবে ৭ জুন পর্যন্ত। ৩৫টি দেশের অংশগ্রহণে ২৩টি পূর্ণদৈর্ঘ্য, ৮টি প্রামাণ্য চলচ্চিত্র, ৫৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ১৫টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র এবং ১৫টি আর্কাইভাল বক্তৃতা থাকছে এই আসরে। সঙ্গে থাকবে পাঁচটি ভিআর প্রোগ্রাম। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই কর্মযজ্ঞ। দেখতে হলে এখনই ঢুঁ মারতে হবে উই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলে।