বিনা মূল্যে দেখা যায় যে সিনেমা

এয়ার কন্ডিশনার ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত
এয়ার কন্ডিশনার ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত

ট্রাইবেকা এন্টারপ্রাইজ ও ইউটিউব আয়োজন করেছে ‘উই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’ নামে ১০ দিনের চলচ্চিত্র উৎসব। বিশ্বের ২১টি বাঘা বাঘা চলচ্চিত্র উৎসব অংশগ্রহণ করছে সেখানে। উৎসব থেকে মনোনীত সিনেমাগুলো প্রদর্শনী হচ্ছে প্রতিদিন। সঙ্গে নামকরা পরিচালকদের মাস্টারক্লাস তো আছেই।

আজ দেখতে পারেন যেসব সিনেমা:

আ সিটি কলড ম্যাকাউ। পরিচালক লি শাও হং। ম্যাকাও চলচ্চিত্র উৎসব

নাসির। পরিচালক অরুণ কার্তিক। মুম্বাই চলচ্চিত্র উৎসব

রাউট থ্রি। পরিচালক থানাসিস নিওফোতিস্তোস। সারায়েভো চলচ্চিত্র উৎসব

এয়ার কন্ডিশনার। পরিচালক ফ্রাদিক। রটারডম চলচ্চিত্র উৎসব।

ফিউচার ফ্রেমস অ্যাট কেভিআইএফএফ। পরিচালক অঁরে হুদেক, প্যাট্রিক ভোলারাথ, ক্লারা কোশ্চেনচকা, মিশেল ডুরিস। কারলোভি ভ্যারি চলচ্চিত্র উৎসব।

বোনিফাসিও ইন সামারটাইম। পরিচালক পিয়েরে লুক গ্রাজোঁ, আন্তোনিও লাঁসিও। অ্যানেসি অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব।

নাসির ছবির পোস্টার। ছবি: সংগৃহীত
নাসির ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

লিওন ইন উইন্টারটাইম। পরিচালক পিয়েরে লুক গ্রাজোঁ, প্যাসকেল লি নরে। অ্যানেসি অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব।

আলোচনা। ভিগো মর্টেনসেন ও ডেভিড ক্রোনেনবার্গ। টরন্টো চলচ্চিত্র উৎসব।

অ্যাডেলে হ্যাড হ্যাজ নট সাপার ইয়েট। পরিচালক অড্রিচ লিপস্কি। কারলোভি ভ্যারি চলচ্চিত্র উৎসব।

আলোচনা। লিওনস অ্যানিমেটেড স্টোরি। অ্যানেসি অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব।

মলি ইন স্প্রিং টাইম। পরিচালক পিয়েরে লুক গ্রাজোঁ। অ্যানেসি অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব।

পপেটি ইন দ্য ফল। পরিচালক পিয়েরে লুক গ্রাজোঁ, আন্তোনিও লাঁসিও। অ্যানেসি অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব।

গত ২৯ মে শুরু হওয়া এই উৎসব ১০ দিনের, চলবে আগামীকাল ৭ জুন পর্যন্ত। ৩৫টি দেশের অংশগ্রহণে ২৩টি পূর্ণদৈর্ঘ্য, ৮টি প্রামাণ্য চলচ্চিত্র, ৫৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ১৫টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র এবং ১৫টি আর্কাইভাল বক্তৃতা থাকছে এই আসরে। সঙ্গে থাকবে পাঁচটি ভিআর প্রোগ্রাম। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই কর্মযজ্ঞ। দেখতে হলে এখনই ঢুঁ মারতে হবে উই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলে।