'কান্দাহার' এ বাটলার

অভিনেতা ও প্রযোজক জেরার্ড বাটলার। ছবি: ইনস্টাগ্রাম
অভিনেতা ও প্রযোজক জেরার্ড বাটলার। ছবি: ইনস্টাগ্রাম

ধরা যাক, সেটা যুদ্ধের ছবি! নায়ক হিসেবে কাদের মুখ ভেসে উঠবে দর্শকের মনে? থ্রি হানড্রেড ছবির জেরার্ড বাটলার নিশ্চয়ই থাকবেন সেই দলে? কান্দাহার নামে একটি অ্যাকশন থ্রিলার বানাতে গিয়েও পরিচালক রিক রোমান উয়োর মনে ভেসে উঠেছিল বাটলারের মুখ।

করোনাযুদ্ধের মধ্যেই নতুন এক যুদ্ধের ছবির ঘোষণা দিলেন সিনেমা নির্মাতারা। গ্রিনল্যান্ড এবং অ্যাঞ্জেল হ্যাজ ফলেন ছবির পরিচালক রিক রোমানের সঙ্গে তাতে যুক্ত হচ্ছেন স্কটিশ অভিনেতা ও প্রযোজক জেরার্ড বাটলার। শুরুতে কানের অনলাইন বাজারে বিক্রির জন্য তোলা হবে ছবিটা।

 টম হ্যারিস চরিত্রে বাটলারকে দেখা যাবে মধ্যপ্রাচ্যে কর্মরত একজন ছদ্মবেশী সিআইএর বেশে। একপর্যায়ে তাঁর গোপন মিশনের তথ্য ফাঁস হয়ে যায়। একটি প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বেঁচে ফিরতে হবে বাটলার ও তাঁর অনুবাদককে। ছবির গল্পটি এমন। ছবিটির বেশির ভাগ দৃশ্য ধারণ করা হবে মধ্যপ্রাচ্যে।

অভিনেতা ও প্রযোজক জেরার্ড বাটলার। ছবি: ইনস্টাগ্রাম
অভিনেতা ও প্রযোজক জেরার্ড বাটলার। ছবি: ইনস্টাগ্রাম

কান্দাহার হতে যাচ্ছে বাটলার, রিক রোমান, ইভানিক এবং সিগেলের জন্য এক চমৎকার পুনর্মিলনী। অ্যাঞ্জেল হ্যাজ ফলেন, অলিম্পাস হ্যাজ ফলেন এবং লন্ডন হ্যাজ ফলেন ছবিগুলোতে অভিনয় করেছেন বাটলার। বিশ্বজুড়ে ছবিগুলো আয় করেছিল ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি। আফগানিস্তানে কর্মরত প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক সামরিক কর্মকর্তা মিচেল লাফোর্টুনের সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখছেন পরিচালক রিক রোমান।

সূত্র: হলিউড