নাবিলার অতিথি হবেন ভক্তরা

‘আয়নাবাজি’ ছবির অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ছবি: সংগৃহীত
‘আয়নাবাজি’ ছবির অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ছবি: সংগৃহীত

‘আয়নাবাজি’র অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ভক্তদের জন্য দিলেন এক চমক জাগানো খবর। ভাগ্যবান সাতজন ভক্ত হতে যাচ্ছেন তাঁর অতিথি। এ অভিনেত্রীর উপস্থাপনায় ‘নাবিলার দিনরাত্রি’ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন তাঁরা। 

গত ঈদুল ফিতরে এনটিভিতে দেখানো হয় ‘নাবিলার দিনরাত্রি’ অনুষ্ঠানটি। দর্শকদের সাড়া পাওয়ায় এর দ্বিতীয় মৌসুম নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী ও উপস্থাপিকা নাবিলা। এ ধরনের অনুষ্ঠানে সাধারণত অতিথি হয়ে আসেন তারকারা। নাবিলার অনুষ্ঠানেও ব্যতিক্রম হয়নি। তবে এবার কেন অতিথি হিসেবে ভক্তদের আনছেন তিনি? নাবিলা বলেন, ‘তারকাদের নিয়ে অনুষ্ঠান করার সময় দর্শকদের প্রচুর অনুরোধ থাকে যেন সাধারণ মানুষদের নিয়েও অনুষ্ঠান করা হয়। অনেকেই মন্তব্যের ঘরে লেখেন “আমরাও গেস্ট হতে চাই”। অনেক সময় লক্ষ করি, দর্শক, কলিগ, বন্ধুদের অনেক সুপ্ত প্রতিভা আছে, অনেকের মাথায় নতুন নতুন আইডিয়া খেলা করে। তাঁরা নিজেদের সুপ্ত প্রতিভা দেখাতে চান। সেসব মাথায় রেখেই আমরা দর্শকদের চমকে দিতে হাজির হচ্ছি। যাঁরা করোনার সময়ে ঘরে বসে নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়েছেন, নতুন কিছু করেছেন, তাঁরাই আমার গেস্ট হচ্ছেন।’

মাসুমা রহমান নাবিলা। ছবি: সংগৃহীত
মাসুমা রহমান নাবিলা। ছবি: সংগৃহীত

দ্বিতীয় মৌসুমে আট পর্বে দেখানো হবে অনুষ্ঠানটি। প্রতি পর্বে একজন ভক্ত থাকবেন নাবিলার অতিথি হিসেবে। শিগগিরই নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুষ্ঠানের প্রচারণা শুরু করবেন নাবিলা। ভক্তরা কীভাবে তাঁর অতিথি হতে পারবেন, সে সম্পর্কে জানা যাবে সেখান থেকেই। তিনি বলেন, ‘ভক্তদের কাছে আইডিয়া চেয়ে অপেক্ষা করব। যাদের আইডিয়াগুলো ইউনিক, মজাদার মনে হবে, সেগুলো বাছাই করে তাঁদের ডেকে নেওয়া হবে। আগ্রহী ব্যক্তিদের মধ্যে বাছাই করা সাতজন হবেন আমার অতিথি। সাধারণ মানুষেরা লকডাউন ও পরবর্তী দিনগুলোকে কীভাবে মূল্যবান করছেন, সেটাই তুলে ধরা হবে অনুষ্ঠানে।’

তারকাদের নিয়ে ‘নাবিলার দিনরাত্রি’-এর প্রথম পর্ব টেলিভিশনে প্রচার হলেও বাকি পর্বগুলো দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে। সামাজিক দূরত্ব বজায় রেখে পুরো অনুষ্ঠানটি ঘরে থেকে নির্মাণের প্রস্তুতি চলছে।