'স্বজন পোষণ' নিয়ে কাদা-ছোড়াছুড়ি চলছেই

সম্প্রতি পূজা ভাট ‘স্বজন পোষণ’ নিয়ে কঙ্গনাকে মুখের ওপর জবাব দিলেন। ছবি: ইনস্টাগ্রাম
সম্প্রতি পূজা ভাট ‘স্বজন পোষণ’ নিয়ে কঙ্গনাকে মুখের ওপর জবাব দিলেন। ছবি: ইনস্টাগ্রাম

নেপোটিজম নিয়ে আলাপ বলিউডে সব সময়ই ছিল—প্রথমে নিচু স্বরে, পরে হালকা মেজাজে। কঙ্গনা বলিউডে পা রাখার পর, তাঁর কড়া আওয়াজে নেপোটিজম বেশ মিডিয়ার মনোযোগ পেল। তবে এর মধ্যেও যে অভিনয়শিল্পী, সংগীতশিল্পী আর পরিচালকেরা স্বজনপ্রীতি নিয়ে স্বর তোলেননি, তা নয়। তবে তা প্রভাবশালীদের বলয়ে হালে পানি পায়নি বিশেষ। এবার সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর থেকে ‘স্বজন পোষণ’ ইস্যুটি আগের যেকোনো সময়ের চেয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে।

আবারও আলোচনার কেন্দ্রে কঙ্গনা রনৌত। কয়েক বছর আগে এই বলিউড নায়িকা ‘স্বজন পোষণ’ নিয়ে সমগ্র বিটাউন তোলপাড় করেছিলেন। আবার এই ইস্যু নিয়ে বলিউড সরগরম। সম্প্রতি পূজা ভাট ‘স্বজন পোষণ’ নিয়ে কঙ্গনাকে মুখের ওপর জবাব দিলেন। পাল্টা জবাব দিতেও সময় লাগেনি কঙ্গনার।

‘স্বজন পোষণ’ নীতির জন্য কঙ্গনা করণ জোহরের পাশাপাশি জনপ্রিয় চিত্রনির্মাতা মহেশ ভাটকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। এদিকে মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছিল এই ‘কুইন’নায়িকার।

কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম
কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম

এই সময় বাবার পাশে এসে দাঁড়িয়েছেন কন্যা পূজা ভাট। তিনি বুধবার সকালে টুইট করে জানান যে তাঁর বাবা মহেশ ভাট ইন্ডাস্ট্রির ভেতরের মানুষের থেকে বেশি বহিরাগতদের বলিউডে এনেছেন। পূজা এ কথাও মনে করিয়ে দেন যে কঙ্গনাকে তাঁর বাবার প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্ম’ই বলিউডে পরিচয় করিয়ে দেয়।

মহেশ ভাটকন্যা টুইটারে লেখেন, ‘কঙ্গনা রনৌত অত্যন্ত প্রতিভাবান। সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এ রকম অনেক “প্রতিভাধারী”ই প্রতিভা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। কাজ পাচ্ছেন না। “বিশেষ ফিল্ম” এই প্রতিভাকে প্রকাশ্যে না আনলে কঙ্গনা আজ যা, তা সম্ভব হতো না। যদিও অনুরাগ বসু তাঁকে আবিষ্কার করেছেন। কিন্তু “বিশেষ ফিল্ম” এই প্রতিভাকে যথাযথ মর্যাদা দিয়ে প্রকাশ্যে এনেছে। ফিল্মে কাজ করা ছেলেখেলা নয়। তাঁর (কঙ্গনা) চেষ্টা, মেধা আর পরিশ্রমকে অভিনন্দন।’

কঙ্গনাও চুপ করে বসে থাকার পাত্রী নন। পূজার এই টুইটের জবাব দিয়েছে কঙ্গনার দল, যারা কঙ্গনার সামাজিক যোগাযোগমাধ্যম দেখভাল করে। কঙ্গনার টিম টুইটে বলেছে, ‘প্রিয় পূজা, অনুরাগ বসু কঙ্গনার প্রতিভা দেখে নির্বাচন করেছিলেন। আর ইন্ডাস্ট্রির সবাই কমবেশি জানে যে আপনার চাচা মুকেশ ভাট (মহেশ ভাটের ভাই) নতুন শিল্পীদের পারিশ্রমিক দেন না। প্রতিষ্ঠিত শিল্পীদেরও পারিশ্রমিক দিতে বিশেষ পছন্দ করেন না। তিনি নতুন প্রতিভাবানদের বিনা পারিশ্রমিকে কাজ করাতে ভালোবাসেন। আপনার বাবাকে কেউ কঙ্গনার ওপর জুতা ছুড়ে মারার লাইসেন্স দেয়নি। হ্যাঁ, তখন কঙ্গনা আজকের কঙ্গনা হয়নি। তবুও না, কিছুতেই না। লজ্জাও করে না, একটা নতুন মেধাবী নারী শিল্পীকে পা থেকে চটি খুলে ছুঁড়ে মেরে সংবাদ সম্মেলনে বলেন, কঙ্গনা আমার সন্তানের মতো। দুমুখো সাপ।’

কঙ্গনার দল লেখার শেষে বলেছে, ‘কেউ যদি ভাবে যে কঙ্গনা আজ যা, তা “গ্যাংস্টার”–এর জন্য, তবে তা একদম ভুল। এরপরও কঙ্গনাকে নিজেকে প্রতিষ্ঠা করতে সংগ্রাম করতে হয়েছে। আর মনে রাখবেন, জল নিজেই নিজের পথ খুঁজে নেয়। খুঁজে না পেলে বানিয়ে নেয়।’