'মৃত্যু আছে বলেই জীবন এত সুন্দর'

শার্লিজ থেরন। ছবি: এএফপি
শার্লিজ থেরন। ছবি: এএফপি

অ্যাকশন দৃশ্যগুলো যেন শার্লিজ থেরনের জন্যই নির্মিত হয়! হলিউডের অ্যাকশন ছবিতে তিনি এতটাই প্রাসঙ্গিক। গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর নতুন অ্যাকশন ছবি দ্য ওল্ড গার্ড। এ ছবিতে শার্লিজের চরিত্রটির মৃত্যু নেই। পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্কারজয়ী এই তারকা কথা বলেছেন নতুন এ ছবি নিয়ে।

শার্লিজ বলেন, ‘আমরা এ চরিত্রকে বোঝার জন্য অনেক সময় দিয়েছি। যে মানুষের মৃত্যু নেই, আমি রাতের পর রাত তার জীবন নিয়ে ভেবেছি। আমার মনে হচ্ছে, অমর মানুষের জীবন দুঃখ, একাকিত্ব ও যন্ত্রণায় ভরপুর। মৃত্যুকে আমরা এত ঘৃণা করি, অথচ মৃত্যু আছে বলেই জীবন এত সুন্দর। ছবিটা দর্শকদের এ সত্য উপলব্ধি করাবে।’

২০১৯ সালের সর্বোচ্চ রোজগেরে তারকাদের অন্যতম শার্লিজের উপলব্ধি, অমর মানুষ এমন একজন ক্লান্ত পথিক, যিনি পৃথিবীর বুকে হাঁটছেন তো হাঁটছেনই। ভালোবেসে তিনি যত মানুষকে জড়িয়ে ধরেছেন, সবাই তাঁকে ছেড়ে গেছে চিরতরে। বিশ্বের ক্রমাগত বদলে যাওয়ায় হতাশা তাঁকে চেপে ধরেছে। প্রতিটি দিন, প্রতিটি ভোরের নতুন সূর্য তাঁর কাছে অর্থহীন।

শার্লিজ থেরন। ছবি: এএফপি
শার্লিজ থেরন। ছবি: এএফপি

নেটফ্লিক্সের বিপুলসংখ্যক ভারতীয় দর্শকের কথা ভেবে শার্লিজ কথা বলেছেন একাধিক ভারতীয় গণমাধ্যমের সঙ্গেও। নারীপ্রধান অ্যাকশন সিনেমা দেখে দর্শকের চোখ কতটা অভ্যস্ত? হিন্দুস্তান টাইমস–এর এ প্রশ্নে শার্লিজের জবাব, ‘এটা একেবারেই ভুল শঙ্কা। দিন শেষে গল্প আর নির্মাণশৈলীই গুরুত্বপূর্ণ। মারপিট নারী করল নাকি পুরুষ, সেটা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। আর এ প্রশ্ন কিন্তু সেক্সিস্ট। হ্যাঁ, চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনার ক্ষেত্রে পুরুষতন্ত্রের উপস্থিতিতে নারীদের অ্যাকশন দৃশ্যে কম দেখা গেছে। কিন্তু দর্শক গ্রহণ করবে না, এটা একেবারেই অবান্তর।’ সূত্র: পিপল ও হিন্দুস্তান টাইমস