তাঁদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাতে অনেকেই চেষ্টা করেছেন

বিনোদনজগতে নিরব ও ইমন মানেই বন্ধুত্বের নাম। ছবি: ফেসবুক
বিনোদনজগতে নিরব ও ইমন মানেই বন্ধুত্বের নাম। ছবি: ফেসবুক

রুপালি পর্দার ভেতরে ও বাইরে দুই জায়গায়ই তাঁদের বন্ধুত্বের পরিধি বিশাল। এবার ঈদে এটিএন বাংলার একটি অনুষ্ঠানে দুই বন্ধু চিত্রনায়ক ইমন ও নিরব থাকছেন উপস্থাপনায়। অনুষ্ঠানটির নাম ‘আনন্দ সময়’। সিনেমা, নাটক ও সংগীতের দুজন করে তারকাকে সঙ্গে নিয়ে ঈদের ১০ দিন ১০টি পর্বে আড্ডা দেবেন এই দুই বন্ধু।

বিনোদনজগতে নিরব ও ইমন মানেই বন্ধুত্বের নাম। দুজনের কাজের ধরনও এক। দুজনই চলচ্চিত্র অভিনেতা আবার দুজনই মডেল। শুটিং না থাকলে দুজনকে আড্ডায় পাওয়া যাবে হয় এফডিসি, অথবা মগবাজার কিংবা গুলশানে। নিরবকে খুঁজতে গেলে পাওয়া যাবে ইমনকেও। এমনকি বিনোদনপাড়ায় দুজনকে অঘোষিতভাবে মানিকজোড়ও ডাকা হয়।

বন্ধুত্বের শুরুটা ২০০৭ সালে একসঙ্গে একটি বিজ্ঞাপন করতে গিয়ে। শুটিংয়ের আগে ছিল ১৫ দিনের প্রস্তুতি পর্ব। ওই সময়েই দুজনের সম্পর্ক শুরু। ইমন বলেন, ‘আগেই আমরা দুজন দুজনকে চিনতাম। কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা ছিল না। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের আগে গ্রুমিং করতে গিয়ে একসঙ্গে ১৫ দিন ছিলাম। এক রুমেই দুজন থাকতাম। সারা রাত দুষ্টুমি, মজা, আড্ডায় দারুণ সময় কাটত। তখন থেকেই দুজনের বন্ধুত্বের পথচলা। এরপর একসঙ্গে কত বিজ্ঞাপন, কত নাটকে অভিনয় করেছি!’

দীর্ঘ ১৩ বছরের বন্ধুত্বের এই পথচলায় কখনো মনোমালিন্য হয়নি, বরং দুজনের মধ্যে বোঝাপড়ার জায়গাটা আরও শক্তিশালী হয়েছে। নিরব বলেন, ‘অনেক সময় বন্ধুত্বের সম্পর্ক ভাঙে-গড়ে। কিন্তু আমাদের দুজনের মধ্যে এই দীর্ঘ সময়ে তেমনটি হয়নি। আমরা দুজনই আড্ডাপ্রিয়। দুজন একসঙ্গে থাকলে আনন্দে কেটে যায়। আড্ডার মজাটা মিস করতে চাইনি কখনো। হয়তো এ জন্যই সম্পর্কে ফাটল ধরেনি।’

তবে এই দীর্ঘ সময়ের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাতে অনেকেই ঢুকেছিলেন বাইরে থেকে। কিন্তু নিজেরা সচেতন থাকায় বন্ধুত্বে একচুলও ফাটল ধরেনি। নিরব বলেন, ‘অনেক সময় দেখা গেছে আমার সম্পর্কে ইমনের কাছে খারাপ কথা বলা হয়েছে। আবার ইমনকে নিয়ে আমার কাছে বাজে কথা বলা হয়েছে। এমন ঘটনা ঘটলেই দুজন নিজেদের মধ্যে কথা বলেছি, আলোচনা করেছি।’

এটিএন বাংলার জন্য নির্মিত এবারই প্রথম তাঁরা ‘আনন্দ সময়’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। ছবি: ফেসবুক
এটিএন বাংলার জন্য নির্মিত এবারই প্রথম তাঁরা ‘আনন্দ সময়’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। ছবি: ফেসবুক

বন্ধুত্বের এই পথচলায় আছে মজার সব ঘটনাও। ইমন বলেন, ‘আমি আর নিরব একসঙ্গে আছি। হঠাৎ এক পরিচালক ফোন দিয়ে বলেন, “হিরো, আপনাকে নিয়ে একটি কাজ করব। কাউকে বলিনি। কাজটির জন্য প্রস্তুত হন। ” ফোন কেটে যেতেই ওই পরিচালক একই কাজের জন্য আবার নিরবকে ফোন ফোন দিয়ে একই কথা বললেন। আমরা যে একসঙ্গেই আছি তিনি জানেন না। পরে এ ঘটনায় আমরা হাসতে হাসতে শেষ!’

দুজনের এই বন্ধুত্বের সূত্র ধরেই মূলত এটিএন বাংলার উপদেষ্টা মোহন খান একসঙ্গে উপস্থাপনার প্রস্তাব করেছিলেন। এটিএন বাংলার জন্য নির্মিত এবারই প্রথম তাঁরা ‘আনন্দ সময়’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। তাঁদের সহযোগী হয়ে হাজির হবেন অনুভব মাহবুব। ১০ পর্বের এ অনুষ্ঠানে থাকছেন ২০ জন তারকা শিল্পী। যেখানে নিরব-ইমনের অতিথি হয়েছেন মিশা সওদাগর-মাহিয়া মাহি, অনন্ত জলিল-বর্ষা, সাইমন-নিপুন, অমিত হাসান-কেয়া, সজল-আইরিন, আরফিন রুমি-পড়শী, আনিসুর রহমান মিলন-রত্না, রোশান-শেহতাজ, ইভান শাহরিয়ার সোহাগ-আঁচল, শিরিন শিলা-নিঝুম রুবিনা।

এবার দেখা যাক দুই বন্ধু উপস্থাপনায় কত দূর এগিয়ে যান।