মাসুদ আলী খানের নাম ভাঙিয়ে ফেসবুকে প্রতারণা

অভিনেতা মাসুদ আলী খান। ছবি: সংগৃহীত
অভিনেতা মাসুদ আলী খান। ছবি: সংগৃহীত

প্রবীণ অভিনেতা মাসুদ আলী খানের নামে ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট আছে। মেসেঞ্জারে তাঁর পরিচিত মানুষদের কাছে এটা-সেটা চাইছেন সেই ভুয়া মাসুদ আলী খান। এরই মধ্যে কারও কাছে পাসপোর্ট, কারও কাছে জাতীয় পরিচয়পত্র চাওয়া হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে। এ নিয়ে বিব্রত অভিনেতা মাসুদ আলী খান।

বেশ কিছু দিন ধরেই ঘটছে এসব। পরিচিতজনদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, তাঁর নামে একটা অ্যাকাউন্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হচ্ছে। বৃদ্ধ বয়সে এসব ঘটনা ব্যথিত করেছে তাঁকে। এমনকি মানসিকভাবে ভেঙেও পড়েছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমার নাম ব্যবহার করে কে, কেন এভাবে লোক ঠকানোর চেষ্টা করছে, বুঝতে পারছি না। শুনে আমি অবাক হয়েছি। যে এটা করছে, সে প্রতারণার নবাবি উদ্ভাবনী শক্তির অধিকারী। আমার নামে যদি সে কারও কাছে টাকা চেয়ে বসে, তাহলে আমার মানসম্মান থাকবে?’

অভিনেতা মাসুদ আলী খান। ছবি: সংগৃহীত
অভিনেতা মাসুদ আলী খান। ছবি: সংগৃহীত

মাসুদ আলী খান জানান, অভিনেত্রী তানভিন সুইটি, নির্মাতা কাউসার চৌধুরীসহ অনেকেই ফোন করে জানতে চেয়েছেন, তিনি ইনবক্সে তাঁদের কোনো ডকুমেন্টস চেয়েছেন কি না। তিনি বলেন, ‘যত দিন অভিনয় করেছি, কারও সঙ্গে কোনো দিন খারাপ সম্পর্ক বা বাড়তি দুই কথা হয়নি। এখন এই বয়সে কেন আমি মানুষকে ঠকাতে যাব। এই অভিনব প্রতারণার ঘটনা আমাকে বিব্রত করেছে।’ অজ্ঞাত সেই ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে বার্তা পেয়েছিলেন অভিনেত্রী তানভিন সুইটি। তিনি বলেন, ‘আমাকে আংকেলের নামের আইডি থেকে বলেছিল পাসপোর্ট সাইজের ছবি দিতে, আমি সঙ্গে সঙ্গে আংকেলকে ফোন করে জানতে পারি আইডিটি ভুয়া। পরে সেই আইডিটা ব্লক করে দিয়েছি।’

বেশ কয়েক বছর হলো সময় কাটানোর জন্য ফেসবুক ব্যবহার করেন ‘নদী ও নারী’ চলচ্চিত্রের এই নায়ক। সেটাও খুবই কম সময়ের জন্য। বয়স বেড়ে যাওয়ায় এখন অভিনয়ও করতে পারেন না। গত বছর সর্বশেষ হানিফ সংকেতের একটি নাটকে অভিনয় করেন তিনি। এখন বিছানায় শুয়ে ট্যাবে গান শোনেন, সিনেমা দেখেন। করোনার কারণে আত্মীয়স্বজনের সঙ্গেও দেখা করতে পারেন না। দীর্ঘদিন ঘরের বাইরে হাঁটতে যেতে না পারায় শরীর ক্রমে আরও খারাপ হচ্ছে তাঁর। গত ডিসেম্বর মাসে ৮৮ বছরে পা দিয়েছেন এই অভিনেতা।