একই পোশাক বারবার পরায় বিশ্বাসী ভূমি

নিজের বাগানে ভূমি পেড়নেকার। ছবি: ইনস্টাগ্রাম
নিজের বাগানে ভূমি পেড়নেকার। ছবি: ইনস্টাগ্রাম

নায়িকাদের সাধারণত এক পোশাকে দ্বিতীয়বার দেখা যায় না। আর তিনি যদি হন বলিউড তারকা, তাহলে তো কথাই নেই। কিন্তু ‘দম লাগাকে হাইশা’, ‘শুভ মঙ্গল সাবধান’খ্যাত ভূমি পেড়নেকারের ব্যাপারটাই আলাদা। এক জামা ঘুরিয়ে ফিরিয়ে পরাই তাঁর জীবনদর্শন। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ভূমি বলেন, ‘আমি একই পোশাক বারবার পরায় বিশ্বাসী। আমি সব সময় তা–ই করি। ইদানীং পোশাক শেয়ার করার অ্যাপস চালু হয়েছে। আমি অনেক আগে থেকেই এটাও করতাম। আমি আর আমার বোন দিব্যি দুজনে দুজনের জামা পরি।’

বোন সমীক্ষা পেড়নেকারের সঙ্গে ভূমি পেড়নেকার। ছবি: ইনস্টাগ্রাম
বোন সমীক্ষা পেড়নেকারের সঙ্গে ভূমি পেড়নেকার। ছবি: ইনস্টাগ্রাম

ভূমি আরও বলেন, ‘ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলোও এখন টেকসই ফ্যাশনের দিকে এগোচ্ছে। পরিবেশের যথাসম্ভব কম ক্ষতি করে কীভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া যায়, ব্যবসায়ীরা এখন সেটিই ভাবছেন। এটা খুবই ইতিবাচক একটা পরিবর্তন। ফ্যাশন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। প্রতিবার পুরোনো ফ্যাশন ফিরে আসায় নতুন করে কয়েক গুণ দাম বেড়ে যাচ্ছে। বেশির ভাগ মানুষের পক্ষেই এসব জামাকাপড় কেনা সম্ভব না। আমি মানুষকে একই পোশাক যতবার খুশি ততবার পরতে উৎসাহিত করি। আর টেকসই ফ্যাশন ইন্ডাস্ট্রির পক্ষে। যাতে দীর্ঘ সময় ধরে পোশাকের দাম একই রকম থাকে। মানুষের অর্থনৈতিক সামর্থ্যের সঙ্গে জামাকাপড়, জুতার দাম মানানসই হতে হবে।’

ভূমি পেড়নেকার। ছবি: ইনস্টাগ্রাম
ভূমি পেড়নেকার। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড তারকা ভূমি পেড়নেকার বারবার বড় পর্দায় দেখা দিয়েছেন শক্তশালী সব নারী চরিত্র হয়ে। পরিবেশবাদী ও নারীবাদী এই তারকা লকডাউনে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে বাসার বারান্দায় বাগান বানিয়েছেন। চাষাবাদ নিয়ে রীতিমতো গবেষণা করে নিজেকে ‘সফল চাষি’ উপাধি দিয়ে বাগানের ছবিও ‘ইনস্টা নামের গ্রামে’ ভাগ করে নিয়েছেন এই ‘টয়লেট: এক প্রেম কথা’র তারকা। ‘জলবায়ু যোদ্ধা’ নামে অনলাইন ও অফলাইনে একটা উদ্যোগও নিয়েছেন। নিজ দায়িত্বে মানুষকে পরিবেশ বিষয়ে সচেতন করেন ভূমি। ভূমিকে সর্বশেষ দেখা গেছে ‘ডলি, কিটি ঔর চমকতে সিতারে’ সিনেমায় কঙ্কনা সেন শর্মার সঙ্গে। এরপর তাঁকে দেখা যাবে ‘দুর্গাবতী’ ছবিতে।