আসিফের 'অপ্রত্যাশিত' প্রাপ্তি

৪২ মাস পর গানের জগতে ফিরে সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেয়ে বিস্মিত আসিফ
৪২ মাস পর গানের জগতে ফিরে সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেয়ে বিস্মিত আসিফ

মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৩-তে সেরা সংগীতশিল্পী হিসেবে নির্বাচিত হয়ে রীতিমতো হতবাক হয়ে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বিষয়টি তাঁর কাছে পুরোপুরি অপ্রত্যাশিত বলেই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘নানা প্রতিবন্ধকতার কারণে আমি গান থেকে দূরে সরে গিয়েছিলাম। ৪২ মাস পর ‘‘এক্সপ্রেম’’ অ্যালবামের মধ্য দিয়ে আবারও গানের জগতে ফিরে আসি। আমার এই ফিরে আসাটাকে ভক্ত ও শ্রোতারা দারুণভাবে স্বাগত জানিয়েছেন। তাঁরা আমাকে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৩-তে সেরা সংগীতশিল্পী হিসেবে নির্বাচিত করেছেন। আমি ধারণাও করতে পারিনি এবারের মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা সংগীতশিল্পী নির্বাচিত হব। ভেবেছিলাম ‘‘আমি নিঃস্ব হয়ে যাব’’ গানটির জন্য চন্দন সিনহা হয়তো সেরা গায়ক হবেন।’

আসিফ আরও বলেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কারটি আমার জন্য নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার আমি এই পুরস্কার পেয়েছি। ভক্ত-শ্রোতাদের অবিরাম ভালোবাসায় আমি বরাবরের মতো এবারও মুগ্ধ।’