সিরো সাদোসিমার চিত্রকর্ম প্রদর্শনী

জয়নুল গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখছেন জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (বাঁয়ে)। জাতীয় হাসন রাজা লোক উৎ​সবে হাসনের গানের সঙ্গে নাচও ছিল l প্রথম আলো
জয়নুল গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখছেন জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (বাঁয়ে)। জাতীয় হাসন রাজা লোক উৎ​সবে হাসনের গানের সঙ্গে নাচও ছিল l প্রথম আলো

কূটনৈতিক পরিচয়ের বাইরে ঢাকার জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমার আরেক পরিচয় আছে—চিত্রশিল্পী। বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি রয়েছে তাঁর বিশেষ ভালোবাসা। সেই আবেগের প্রকাশ ঘটেছে সাদোসিমার চিত্রপটে। রংতুলির ছোঁয়ায় এঁকেছেন এ দেশের মানুষের জীবনধারা। অভিজ্ঞতা ও স্মৃতির বয়ান মেলে ধরেছেন নিজের ছবিতে। আর এমন ২৩টি চিত্রকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হলো শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী। শিরোনাম ‘দ্য রিমেমবারেন্স অব আ কান্ট্রি: ফুল অব কালারস, ফুল অব শেডস’। আয়োজন করেছে চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ।

সোমবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত
ছিলেন চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী নিসার হোসেন। নিজের ছবি নিয়ে কথা বলেন সিরো সাদোসিমা।
ছয় দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৭ মার্চ পর্যন্ত।