রুনা লায়লা এক নজরে

রুনার জনপ্রিয় কিছু গান

রুনা লায়লা
রুনা লায়লা

হিন্দি
. দে দে পেয়ার দে
. দামা দাম মাস্ত্ কালান্দার
. আব দিল কি আনজুমান
. সুনো সুনো মেরি এ কাহানি
. তুমহেঁ হো না হো
. দিল ধারকে
. কাটে না কাটেরে
. হাইয়া হো
. ডিসকো এক্সপ্রেস
. ডিসকো প্রেমী
. হ্যালো হ্যায়
. চল গোরি
. আও সুনলো
. মেরা বাবু ছৈল ছাবিলা
. দাইয়ারে দাইয়া
. দো দিওয়ানি

বাংলা
. বাড়ির মানুষ কয় আমায়
. বন্ধু তিন দিন তোর
. সাধের লাউ বানাইল মোরে
. শিল্পী আমি তোমাদেরই গান শোনাব
. যখন থামবে কোলাহল
. যখন আমি থাকব নাকো

. এই বৃষ্টিভেজা রাতে
. অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
. সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে
. নদীর মাঝি বলে এসো
. গঙ্গা আমার মা
. সুজন মাঝি রে
. মাঝি তুমি মাঝ গাঙ্গে
. যে জন প্রেমের ভাব
. প্রতিদিন তোমায় দেখি
. হেরে গেছি আজ আমি

যত অ্যালবাম
. আই লাভ টু সিং ফর ইউ
. সিনসিয়ারলি ইয়োরস রুনা লায়লা
. গীত/গজলস (১৯৭৬)
. রুনা ইন পাকিস্তান (গজল) (১৯৮০)
. রুনা ইন পাকিস্তান (গীত) (১৯৮০)
. রুনা সিংস শাহবাজ কালান্দার (১৯৮২)
. রুনা গোজ ডিসকো (১৯৮২)
. সুপার রুনা (১৯৮২)
. গঙ্গা আমার মা পদ্মা আমার মা
. দ্য লাভারস অব রুনা লায়লা
. বাজম-এ-লায়লা
. রুনা লায়লা-মুডস অ্যান্ড ইমোশনস (২০০৮)
. রুনা লায়লা-কালা শাহ কালা (২০১০)

উল্লেখযোগ্য পুরস্কার
. স্বাধীনতা পদক
. জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৭৬, ১৯৭৭, ১৯৮৯, ১৯৯৪, ২০১২, ২০১৩)
. শেলটেক অ্যাওয়ার্ড
. লাক্স-চ্যানেল আই আজীবন সম্মাননা
. সায়গল পুরস্কার, ভারত
. নিগার পুরস্কার, পাকিস্তান (১৯৬৮, ১৯৭০)
. ক্রিটিকস অ্যাওয়ার্ড, পাকিস্তান
. গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড, পাকিস্তান
. ন্যাশনাল কাউন্সিল অব মিউজিক অ্যাওয়ার্ড, স্বর্ণপদক, পাকিস্তান