মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪

আরিফিন শুভ ও মম’র পরিবেশনা,নৃত্যশিল্পী নিশা, প্রেমা, নাদিয়া ও নাচের দল ‘ভাবনা’,গাইছেন তাহসান, নাচে মেহ্জাবীন
আরিফিন শুভ ও মম’র পরিবেশনা,নৃত্যশিল্পী নিশা, প্রেমা, নাদিয়া ও নাচের দল ‘ভাবনা’,গাইছেন তাহসান, নাচে মেহ্জাবীন

গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল তারার মেলা। ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪’-এর মূল আসর। ছিল বর্ণিল আয়োজন। নাচ, গান আর অভিনয়ের চোখ জুড়ানো উপস্থাপনায় দর্শক আসনের সবাই হয়েছিল মোহমুগ্ধ। সেই জমকালো আয়োজনের কিছু চিত্র তুলে ধরা হলো—
ছবি তুলেছেন: সাহাদাত পারভেজ, হাসান রাজা, আশরাফুল আলম, আবদুস সালাম ও সাইফুল ইসলাম
একনজরে
. আজীবন সম্মাননা ২০১৫ ফাহ্মিদা খাতুন

গানের শেষে জেমস
গানের শেষে জেমস

তারকা জরিপ পুরস্কার ২০১৪
. সেরা গায়ক
জেমস (দেশা আসছে)
. সেরা গায়িকা
ন্যান্সি (ভালো না বাসলে বোঝা কি যায়)
. সেরা টিভি অভিনেতা
মোশাররফ করিম (সেই রকম পানখোর)
. সেরা টিভি অভিনেত্রী
তিশা (বিজলী)
. সেরা চলচ্চিত্র অভিনেতা
শাকিব খান (হিরো দ্য সুপারস্টার)
. সেরা চলচ্চিত্র অভিনেত্রী
মািহ (অগ্নি)
. সেরা নবীন অভিনয়শিল্পী (চলচ্চিত্র ও টেলিভিশন)
তানজিন তিশা (ইউটার্ন)
চলচ্চিত্র সমালোচক পুরস্কার ২০১৪
. সেরা চলচ্চিত্র: বৃহন্নলা
. সেরা পরিচালক
মোস্তফা সরয়ার ফারুকী (পিঁপড়াবিদ্যা)
. সেরা অভিনেতা
আরিফিন শুভ (তারকাঁটা)
. সেরা অভিনেত্রী
মৌসুমী (এক কাপ চা)

উপস্থাপনায় ছিল চমক: মঞ্চে তিশা, সাজু খাদেম ও মোশাররফ করিম
উপস্থাপনায় ছিল চমক: মঞ্চে তিশা, সাজু খাদেম ও মোশাররফ করিম

. বিচারকমণ্ডলীর বিশেষ পুরস্কার রূপসজ্জাকর মোহাম্মদ ফারুক (বৃহন্নলা)।
টেলিভিশন সমালোচক পুরস্কার ২০১৪
. সেরা টিভি নাটক নির্দেশক
অমিতাভ রেজা (সারফেস)
. সেরা টিভি চিত্রনাট্যকার
মনিরুল ইসলাম রুবেল (প্রতিদিন শনিবার)
. সেরা টিভি অভিনেতা
রওনক হাসান (রাতারগুল)
. সেরা টিভি অভিনেত্রী
সান্জিদা প্রীতি (সারফেস)
. মেরিল-প্রথম আলো বিশেষ পুরস্কার: ওয়াহিদ আনাম নির্দেশিত নাটক ছিন্ন
উপস্থাপনায় ছিল চমক: মঞ্চে তিশা, সাজু খাদেম ও মোশাররফ করিম

মঞ্চে ইমন ও নিপুণ,পিয়া ও সায়মন নাচছেন,ছিল মিলন-মাহির পরিবেশনা,কোথাও কেউ নেই-এর অভিনব পরিবেশনায় ‘বাকের ভাই’ রূপে ইন্তেখাব দিনার ও ‘মুনা’ বেশে চাঁদনী
মঞ্চে ইমন ও নিপুণ,পিয়া ও সায়মন নাচছেন,ছিল মিলন-মাহির পরিবেশনা,কোথাও কেউ নেই-এর অভিনব পরিবেশনায় ‘বাকের ভাই’ রূপে ইন্তেখাব দিনার ও ‘মুনা’ বেশে চাঁদনী