ক্যামেরার পেছনে ক্রিস্টেন

ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্রিস্টেন স্টুয়ার্ট

এত দিন ক্যামেরার সামনেই ছিলেন ‘টোয়ালাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। এবার ক্যামেরার পেছনে কাজ করেছেন এই হলিউড অভিনেত্রী। এবারই প্রথম একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ছবিটির নাম ‘ওয়াটার’।

১২ জন নারী লেখক, পরিচালক ও অ্যানিমেটরের একটি দল স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র তৈরির প্রকল্পটি হাতে নেয়। ক্রিস্টেন সেই ১২ জনের একজন। ২৬ বছর বয়সী অভিনেত্রীর নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য ছবিটির বিষয় নারীর ক্ষমতায়ন। স্বল্পদৈর্ঘ্য ছবিটির উদ্বোধনী প্রদর্শনী কান চলচ্চিত্র উৎসবে হওয়ার কথা রয়েছে। সেখানে থাকবেন ক্রিস্টেন স্টুয়ার্টও।
ক্যামেরার পেছনে ক্রিস্টেনের কাজ করার ইচ্ছা বহুদিনের। সেই ইচ্ছা থেকেই ২০১৪ সালে এই ‘টোয়ালাইট’-এর ‘বেলা’ একটি গানের ভিডিও পরিচালনা করেছিলেন। এবার স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে ক্রিস্টেনের বহুদিনের সেই ইচ্ছাটি পূরণ হলো। গার্ডিয়ান।