দেখা মিসর প্যাপিরাসে...

প্রচীন মিসরের ‘প্যাপিরাস’ ছিল কাগজের আদিরূপ। ‘পেপার’ শব্দটিই আসে সেখান থেকে। বাংলাদেশের ১১ জন শিল্পী এবার সেই প্যাপিরাসে ছবি আঁকলেন। রাজধানীর ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে গতকাল থেকে শুরু হয়েছে চিত্রপ্রদর্শনী ‘প্যাপিরাস’।

গ্যালারিটি ও শিল্পীদল বিভাবের উদ্যোগে আয়োজিত হয়েছে এ প্রদর্শনী। ২০১৫ সালের ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি মিসরের কায়রোর আহমেদ শওকি জাদুঘরে একটি চিত্র প্রদর্শনী হয়। সেখানে ১১ জন শিল্পী অংশ নেন।

সেই মিসর ভ্রমণে শিল্পীরা জাহাজে করে মিসরের নীল নদে ঘুরেছিলেন। মাঝে মাঝে ডাঙায় নেমে দেখেছিলেন মিসরীয় সভ্যতা ও সমসাময়িক শিল্পকলার নিদর্শন। চার দিন, পাঁচ রাতের অদ্ভুত সেই ভ্রমণ শেষে শিল্পীরা ঠিক করেন, এ ভ্রমণের অভিজ্ঞতা থেকে করবেন আরেকটি প্রদর্শনী। সেটিই এবার আয়োজিত হলো। প্যাপিরাস কাগজে শিল্পীরা আঁকলেন মিসরের নারী, নীল নদ, গ্রাম, মন্দিরের ছবি, মিসরে যাওয়া পর্যটকের ডায়েরির পাতা।

গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও মিসর দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ জাকি। বিশেষ অতিথি ছিলেন শিল্পী নিসার হোসেন। ৯ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত ৮টা—এ সময়টুকুতে সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।