অ্যাকাউন্ট হ্যাক: অভিযোগের পর ফিরিয়ে দিলেন সাবেক স্বামী
বিনোদন জগতে ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কয়েক মাস আগেই স্বামী রীতেশের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। এরপর ৬ বছরের ছোট আদিল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাখি। এখন আদিলের সঙ্গে এসে থানায় অভিযোগ করলেন সাবেক স্বামীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সব অ্যাকাউন্ট ও অনলাইন পেমেন্ট অ্যাপ হ্যাক করেছেন রীতেশ।
শনিবার মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় এ বিষয়ে অভিযোগ করেন রাখি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাখির একটি ভিডিও। সেখানে ড্রামা কুইনকে থানার সামনে প্রেমিক আদিলের সঙ্গে এসে কাঁদতে দেখা গেছে। সেখানে তিনি বলেন, আদিল খানের সঙ্গে তাঁর সম্পর্ক হওয়ার পর থেকেই রীতেশ ক্রমাগত তাঁকে হুমকি দিচ্ছেন।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতেশ রাখির সব অ্যাকাউন্ট ফিরিয়ে দেন। রোববার রাখি তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারদের জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তাতে লেখা ‘আমি ফিরে এসেছি’।
ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যালো, আমি আমার ইনস্টাগ্রামে ফিরে এসেছি। এত কিছুর পরও কাল রাতে আমার সঙ্গে যা হয়েছে, ধন্যবাদ। ভালোবাসা আর ভালোবাসা।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রোববার ড্রামা কুইন জানান, বিয়ের পর রাখির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো রীতেশ চালাতেন। কিন্তু তাঁদের বিচ্ছেদের পর রাখি পাসওয়ার্ড পরিবর্তন করেননি। তিনি বলেন, ‘রীতেশ আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, জি মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। আমার সব অ্যাকাউন্টে রীতেশ তার নাম ও ফোন নম্বর দিয়ে রেখেছে। এখন আমি আমার এসব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছি না।’
রাখি জানিয়েছেন, তাঁর আয়ের উৎস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার জন্য রীতেশ সেখান থেকে কুরুচিকর ভাষায় পোস্ট করছেন। এ বিষয়ে কথা বলার জন্য রীতেশকে মেসেজ ও ফোন করেছিলেন রাখি কিন্তু রীতেশ কোনো উত্তর দেননি। তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম, নিজেদের ইচ্ছায় আলাদা হয়েছি। সুতরাং কোনো সমস্যা হবে না।’
২০১৯ সালে রীতেশের সঙ্গে বিয়ের সময় রাখি জানতেন না তিনি বিবাহিত। ‘বিগ বস ১৫’ তে রীতেশকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন রাখি। এরপরই সামনে আসে তাঁর পরিচয়। প্রথম স্ত্রীর নাম স্নিগ্ধা প্রিয়া এবং তাঁর একটি ছেলেও রয়েছে। এটা জানার পর বিচ্ছেদের ঘোষণা করেন ড্রামা কুইন। এরপর কয়েক মাস ধরে আদিল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাখি।