default-image

অ্যাম্বুলেন্স চালিয়ে করোনার রোগী বহন করছেন কন্নড় অভিনেতা অর্জুন গোদা। ভারতের বেঙ্গালুরুতে তাঁর এ উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে। ইতিমধ্যে বেশ কজন রোগীকে নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে তিনি পৌঁছে দিয়েছেন বিভিন্ন হাসপাতালে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অর্জুন নিজস্ব অ্যাম্বুলেন্সসেবার প্রজেক্ট স্মাইল ট্রাস্টের অ্যাম্বুলেন্স নিজেই চালাচ্ছেন। কর্ণাটকে অ্যাম্বুলেন্সস্বল্পতার কারণে এ সেবা চালু করেছেন তিনি। কেবল জীবিত মানুষই নন, যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যান, শেষকৃত্যের জন্য তাঁদের মরদেহও বহন করছেন অর্জুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদিন হলো গাড়ি চালাচ্ছি। এরই মধ্যে বেশ কয়েকজনকে সহযোগিতা করেছি। এই কঠিন সময়ে আমাদের উচিত সব শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো, তা সে যে ধর্ম বা গোত্রের হোক না কেন।’

বিজ্ঞাপন
default-image

সামাজিক যোগাযোগমাধ্যমে অর্জুনের এ উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এ কাজ করার জন্য আমি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছি আর প্রশিক্ষণও নিয়েছি। আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করছেন, এতে আমি অভিভূত। কর্ণাটকের মানুষের সেবা করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের।’

default-image

ভারতের করোনা পরিস্থিতির অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কজন তারকার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ভারতের মানুষ মারা যাচ্ছেন আর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন মালদ্বীপে অবকাশযাপনের ছবি। অন্যদিকে বেশ কজন তারকা দেশের এই দুঃসময়ে এগিয়ে গেছেন মানুষের কাছে। সেই তালিকায় আছেন সোনু সুদ, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, সালমান খান, আমির খানরা।

বিজ্ঞাপন

দক্ষিণ ভারতের অভিনেতা অর্জুন গোদা অভিনয় করেছেন বেশ কিছু ব্যবসাসফল কন্নড় সিনেমায়। সেসবের মধ্যে রয়েছে ‘ওদেয়া’, ‘রুস্তম’ ও ‘আ দ্রুশিয়া’। সম্প্রতি মুক্তি পাওয়া ‘যুবরত্ন’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন