আমি প্লাস্টিকের পুতুল নই
চলচ্চিত্রজগতের তারকাদের প্রায়ই শরীর নিয়ে কথা শুনতে হয়। বিদ্যা বালান, প্রভাস, অনন্যা পান্ডে, ইয়ামি গৌতম, মালাইকা অরোরা, রানী মুখার্জি, সোনাক্ষী সিনহাসহ আরও অনেক তারকার নাম এই তালিকায় আছে। এ প্রজন্মের ‘হার্ট থ্রব’ কৃতি শ্যাননকে ক্যারিয়ারের শুরুর দিকে একাধিকবার বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
কৃতি বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে আমাকে অনেক কিছু নিয়ে কথা শুনতে হয়েছে। অনেকে বলেছেন, “আমি হাসলে আমার নাক ফুলে যায়।” এ নিয়ে অনেকে আমাকে নিয়ে মজা করত। আমি একজন সাধারণ মানুষ। আমি প্লাস্টিকের পুতুল নই। এমনকি আমার ঠোঁট নিয়েও কথা শুনতে হয়েছে। অনেকের বক্তব্য, আমার নাকি ঠোঁট ভরাট করা প্রয়োজন। আসলে মানুষ জ্ঞান দিতে খুব ভালোবাসে।’
মানুষের এসব কথায় বিরক্ত এই বলিউড অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার কোমরের সাইজ একটু বড় করার পরামর্শও অনেকে আমায় দিয়েছেন। আমার হাসি দেখে অনেকে বলতেন যে আমার হাসার সময় মাড়ি বের হয়ে যায়। কিন্তু আমার কিছুই করার নেই। জন্মের পর থেকেই আমি এভাবে হাসি। আমাকে ইনস্টাগ্রাম ফিল্টারসহ আরও নানান অ্যাপ ব্যবহার করার জন্য চাপ দেওয়া হতো। আমি মনে করি, এসব বেকার মানুষের বেকার কথা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কার কথা শুনবেন আর কার কথা শুনবেন না। তাঁদের কথা শুনে আমি কখনো নিজেকে বদলাতে চেষ্টা করিনি। আমি মনে করি, আমার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে।’
কৃতিকে শেষ পর্দায় দেখা গেছে ‘হম দো হমারে দো’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন রাজকুমার রাও। প্রভাসের সঙ্গে তাঁকে ‘আদিপুরুষ’ ছবিতে দেখা যাবে। ওম রাউত পরিচালিত এই ছবিতে এই জুটি ছাড়া সাইফ আলী খান আর সানি সিং আছেন। বরুণ ধাওয়ানের নায়িকা হিসেবে কৃতিকে ‘ভেড়িয়া’ ছবিতে দেখা যাবে। এ ছাড়া ‘বচ্চন পান্ডে’ ছবিতে আছেন এই বলিউড নায়িকা। তাঁর বিপরীতে আছেন অক্ষয় কুমার। কিছুদিন আগে টাইগার শ্রফের সঙ্গে ‘গণপত’ ছবির শুটিং শেষ করেছেন কৃতি।