আমি ভালো নেই: নেহা কাক্কর
প্রেমিক হিমাংশ কোহলির সঙ্গে ভেঙে গেছে প্রেম। কিন্তু সেই প্রেমের কথা অনেক দিন ভুলতে পারেননি নেহা কাক্কর। যখনই মনে হয়েছে, ডুকরে কেঁদে উঠেছেন। এরপর তাঁর কাছের অনেকেই মন্তব্য করেছেন, বলিউডের এই সময়ের জনপ্রিয় এই সংগীতশিল্পী মানসিকভাবে বিপর্যস্ত। পাশাপাশি হতাশায় ভুগছেন। তখন নেহা কাক্কর নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি হতাশায় ভুগছি।’ এরপর দ্রুত সেই অবস্থা কাটিয়ে উঠেছেন। মন দিয়েছেন গানে।
আবারও নেহা কাক্করের কণ্ঠে হতাশার সুর। গত রোববার ইনস্টাগ্রামে দেওয়া তাঁর একটি পোস্ট থেকে জানা গেছে, শারীরিক ও মানসিকভাবে তিনি সুস্থ নন। লিখেছেন, ‘আমি ভালো নেই।’ তিনি আরও লিখেছেন, ‘একবার অন্তত ভাবুন, আমি কারও মেয়ে, কারও বোন। পরিবারের সদস্যদের একটু সুখ আর ভালোর জন্য কঠোর পরিশ্রম করছি। তাদের সবার মুখে যাতে সব সময় হাসি থাকে, সেই চেষ্টা করছি।’
এরপর অবশ্যই যে–কারও মনে প্রশ্ন তৈরি হবে, হঠাৎ নেহা কাক্কর কেন এসব বলছেন? মোটেও হঠাৎ তিনি কিছু বলছেন না। হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর একটি মহল নেহা কাক্করের নতুন সম্পর্ক নিয়ে জোরদার প্রচারণা চালায়। সেই মহলের মতে, ‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী বিভোর পরাশরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নেহা কাক্কর। তিনি এই প্রতিযোগিতার অন্যতম বিচারক ছিলেন। হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পেছনে এটাও নাকি অন্যতম কারণ। শুরু থেকেই নেহা কাক্কর বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
এদিকে নেহা কাক্করকে ‘দিদি’ বলে সম্বোধন করেন বিভোর পরাশর। ইনস্টাগ্রামে একাধিকবার নেহা কাক্করকে ‘দিদি’ সম্বোধন করে পোস্ট দিয়েছেন। বিভোর পরাশর বলেছেন, তাঁর কেরিয়ারের সাফল্যের পেছনে রয়েছে নেহা কাক্করের অবদান। তিনি নিজেও কঠোর পরিশ্রম করছেন। আর তাঁর কাজিন জনপ্রিয় গায়িকা নীতি মোহন বলেছেন, বিভোর পরাশর কঠোর পরিশ্রম দিয়ে ‘ইন্ডিয়ান আইডল’–এ জায়গা করে নেন।
নেহা কাক্কর এখন আছেন যুক্তরাজ্যে। সেখানে তিনি গানের অনুষ্ঠান করছেন। এর মাঝেই রোববার ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মনে করছেন, তাঁর ক্যারিয়ারকে নষ্ট করার জন্য একটি মহল সব সময়ই তৎপর। এই মহল নানাভাবে তাঁকে বিপর্যস্ত করছে। সামাজিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করছে। এই মহলকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘প্লিজ, এ ধরনের গুজব ছড়ানো বন্ধ করুন। বুঝতে পারছেন, আপনাদের এমন রটনা একজনের পরিবারকে কতটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে? আমিও কিন্তু একজন মানুষ! আমার প্রতি এতটা নির্দয় হবেন না। আপনাদের এসব কর্মকাণ্ড আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করছে। জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দয়া করে আমাকে অবসাদের দিকে ঠেলে দেবেন না।’
নেহা কাক্কর তাঁর ভক্ত আর শ্রোতাদের উদ্দেশে বলেছেন, ‘আমাকে নিয়ে ভাববেন না। অনেক দিন থেকেই আমার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। আমি তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমাকে পুরোপুরি সুস্থ হতে হবে। আশা করছি, শিগগিরই এই হতাশা, অবসাদ আর মানসিক অসুস্থতা কাটিয়ে উঠব।’